অস্ট্রেলিয়া

ওয়ার্নার ঝড়ের পর স্টার্কের আগুনে পুড়লো ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:08 শুক্রবার, 07 অক্টোবর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

শুরতে ডেভিড ওয়ার্নারের ঝড়ো ব্যাটিং আর শেষ দিকে টিম ডেভিডের তান্ডব, আগে ব্যাটিং করতে নেমে এই দুই ডেভিডের ব্যাটে ১৭৮ রানের পুঁজি পায় অজিরা। এই লক্ষ্য তাড়ায় ক্যারিবিয়ানরা রীতিমতো চোখে সরষে ফুল দেখেছে। মিচেল স্টার্কের গতি আর সুইয়ে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অজিরা। এই অভিজ্ঞ পেসারের ৪ উইকেট শিকারের দিনে ক্যারিবিয়ানদের ৩১ রানে হারিয়ে ২-০ তে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া।

১৭৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ বলে ৬ রান করে ফিরেছেন কাইল মেয়ার্স। এই ওপেনারকে সাজঘরে ফিরিয়ে ক্যারিবিয়ান শিবিরে প্রথম আঘাত হানেন মিচেল স্টার্ক। এরপর জনসন চার্লস এবং ব্রেন্ডন কিং মিলে দলকে টেনে তোলার চেষ্টা করেন। 

তবে কিং ২৩ রান করে বিদায় নেয়ার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি চার্লসও। এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ৩০ বলে ২৯ রান। এদিনও ব্যর্থ হয়েছেন নিকোলাস পুরান। তার ব্যাট থেকে এসেছে মাত্র ২ রান। এরপর রোভম্যান পাওয়েল এবং জেসন হোল্ডাররা চেষ্টা করেছেন তবে তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৪৭ রানে থেমেছে ক্যারিবিয়ানরা।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই ক্যামেরুন গ্রিনকে হারায় অস্ট্রেলিয়া। ১ রান করা এই ওপেনারকে ফেরান আলজারি জোসেফ। এরপর অ্যারন ফিঞ্চকে সঙ্গে নিয়ে দুর্দান্ত জুটি গড়েন ডেভিড ওয়ার্নার। এই দুই অভিজ্ঞ ব্যাটার যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ ক্যারিবিয়ান বোলাররা পাত্তাই পায়নি।

ফিঞ্চ একটু ধীর গতিতে ব্যাট চালালেও আরেক প্রান্তে ঝড় তুলেছেন ওয়ার্নার। অজি অধিনায়ক ১৯ বলে ১৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরলেও দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। এই অভিজ্ঞ ওপেনারের ব্যাট থেকে এসেছে দলীয় সর্বোচ্চ ৪১ বলে ৭৫ রান। এরপর স্টিভেন স্মিথ আর গ্লেন ম্যাক্সওয়েল দ্রুতই ফিরেছেন।

স্মিথের ব্যাট থেকে ১৭ রানা আসলেও ১ রানের বেশি করতে পারেননি ম্যাক্সওয়েল। তবে শেষ দিকে দুর্দান্ত ব্যাটিং করেছেন টিম ডেভিড। এই তরুণ ব্যাটারের ২০ বলে ৪২ রানের সুবাদে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২১ রানে ৩ উইকেট শিকার করেছেন জোসেফ।