promotional_ad

সেপ্টেম্বরের সেরা হওয়ার দৌঁড়ে জ্যোতি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সেপ্টেম্বর মাসের সেরা তিন নারী ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ভারতের হারমানপ্রিত কর এবং স্মৃতি মান্দানার সঙ্গে আছেন নিগার সুলতানা জ্যোতি। এই তিন ক্রিকেটারের মধ্যে থেকে একজনকে সেপ্টেম্বরের সেরা ক্রিকেটার হিসেবে বেছে নেবে আইসিসি।


সদ্য সমাপ্ত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। যেখানে দলকে নেতৃত্ব দেয়ার পাশপাশি ব্যাট হাতেও দলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জ্যোতি।


promotional_ad

প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ এক ইনিংস দিয়ে আসর শুরু করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। আইরিশ নারীদের বিপক্ষে ৫৩ বলে ৬৭ রান করেছিলেন তিনি।


এরপর ইউএসএর বিপক্ষেও হাফ সেঞ্চুরি করেছিলেন জ্যোতি। সেই ম্যাচে ৪০ বলে ৫৬ রানের অপরাজিত এক ইনিংস খেলেছিলেন তিনি। তাছাড়া স্কটল্যান্ডের বিপক্ষে দলের সেরা রান স্কোরার ছিলেন তিনি।


সবমিলিয়ে আসরে ৫ ম্যাচ খেলে ৪৫ গড়ে ১৮০ রান করেছিলেন জ্যোতি। যেখানে তিনি ব্যাটিং করেছেন ১৫০.২৬ স্ট্রাইকরেটে। আসরের সেরা রান সংগ্রাহকদের তালিকায় দুই নম্বরে ছিলেন তিনি।


জ্যোতি সঙ্গে সেরা তিনে জায়গা পাওয়া বাকি দুইজনই ভারতীয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে পারফর্ম করার কারণে এই তালিকায় জায়গা পেয়েছেন ভারতের অধিনায়ক এবং সহ-অধিনায়ক। হারমানপ্রিত এক সেঞ্চুরিসহ সিরিজের সেরা রান সংগ্রাহক ছিলেন। আর স্মৃতি মান্দানাও ব্যাট হাতে দারুণ সময় পার করেছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball