ভারতীয় ক্রিকেট

এখনও বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি বুমরাহ, বলছেন গাঙ্গুলি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:38 শনিবার, 01 অক্টোবর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

দিন দুয়েক আগে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পিঠের চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন জসপ্রিত বুমরাহ। এমনকি প্রায় ৬ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ডানহাতি এই পেসারকে। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। বিসিসিআই সভাপতি জানিয়েছেন, এখনও বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি বুমরাহ।

লম্বা সময় ধরেই ইনজুরির সঙ্গে লড়াই করছেন বুমরাহ। পিঠের চোটের কারণে সর্বশেষ এশিয়া কাপে খেলতে পারেননি ডানহাতি এই পেসার। তবে চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেরেন তিনি। তবে দুই ম্যাচের বেশি খেলা হয়নি তার। দুই ম্যাচে বুমরাহ নিয়েছেন মাত্র একটি উইকেট।

তৃতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে দিয়েছিলেন ৫০ রান। অস্ট্রেলিয়া সিরিজ শেষে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলার জন্য অনুশীলনে নেমেছিল ভারত। সেখানেই বাধে বিপত্তি। মঙ্গলবার অনুশীলন করার সময় পিঠে ব্যথা অনুভব করেন বুমরাহ। যে কারণে প্রথম টি-টোয়েন্টিতে খেলা হয়নি তার। 

স্ক্যান করাতে ওইদিনই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পাঠানো হয় বুমরাহকে। সেই সঙ্গে সাউথ আফ্রিকা সিরিজ থেকেও ছিটকে যান তিনি। বুমরাহর বদলি হিসেবে সাউথ আফ্রিকা সিরিজে জায়গা পেয়েছেন মোহাম্মদ সিরাজ।

এমন ঘটনার পর ভারতের সংবাদমাধ্যম জানায়, বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বুমরাহ। এদিকে বোর্ডের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানায় কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে ডানহাতি এই পেসার। দুদিন পর অবশ্য বোর্ড সভাপতি জানালেন এখনও ছিটকে যায়নি ‍বুমরাহ। 

ডানহাতি এই পেসারের বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে সৌরভ বলেন, ‘বুমরাহ এখনও বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি। আগামী দুই-তিন দিনের মধ্যে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’