promotional_ad

শিরোপা ধরে রাখতে ১১০ ভাগ দেবে বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের ক্রিকেটে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের শিরোপা জয়ের শুরুটা হয়েছিল নারী দলের হাত ধরেই। ২০১৮ সালের নারী এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে সেই শিরোপা ধরে রাখার মিশন। যেখানে ১১০ ভাগ দিয়ে লড়তে প্রস্তুত নিগার সুলতানা জ্যোতির দল।


সদ্য সমাপ্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাও নিশ্চিত করেছে টাইগ্রেসরা। সফল এই মিশন শেষে আজ দেশে ফিরেছে তারা। দেশে ফিরেই এশিয়া কাপ মিশন নিয়ে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।


promotional_ad

জ্যোতি বলেন, '(শিরোপা ধরে রাখতে) ১১০ ভাগ আশাবাদী কারণ নিজের মাটিতে খেলা এবং দল ভালো শেপে আছে। তাই অবশ্যই চাইবো ঘরের মাঠে যাতে ঘরের শিরোপা থাকে।’


সম্প্রতি নারী সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের নারীরা। চ্যাম্পিয়ন দলকে নিয়ে আনন্দে মেতেছিল পুরো দেশ। নারী ফুটবলারদের এমন সাফল্য দেশের অন্যান্য মানুষের মতোই ছুঁয়ে গেছে ক্রিকেটারদেরও।


খেলাধুলায় নারীদের এ সাফল্য এশিয়া কাপেও অনুপ্রাণিত করবে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। তবে এক্ষেত্রে নিজেদের সাম্প্রতিক ফর্ম থেকেও অনুপ্রেরণা পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক।


জ্যোতি বলেন, ‘অনুপ্রেরণা... আমি আমাদের দিক থেকে চিন্তা করতেছি কারণ আমরা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আমাদের দলে অনেকেই আছে যারা (গত) এশিয়া কাপ খেলেছে। তাই তারা সবাই অভিজ্ঞ। ঘরের মাঠে যেহেতু খেলা নিজেদেরকে এগিয়ে রাখাই উচিত।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball