ভারতীয় ক্রিকেট

ভিন্ন ভিন্ন ভূমিকা উপভোগ করছেন স্যামসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:00 বৃহস্পতিবার, 22 সেপ্টেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতীয় দলে কখনোই নির্দিষ্ট কোনো পজিশনে খেলতে দেখা যায় না সাঞ্জু স্যামসনকে। কখনো ওপেন করেন তিনি, তখনও মিডল অর্ডার, এমনকি ফিনিশারের ভূমিকায়ও দেখা যায় এই উইকেটরক্ষক ব্যাটারকে। ভিন্ন ভিন্ন ভূমিকায় খেলতে পারাটাকে দারুণ কার্যকরী বলে মনে করছেন স্যামসন।

জাতীয় দলে নিয়মিত খেলা হয় না স্যামসনের। অন্য দুই উইকেটরক্ষক ঋষভ পান্ত এবং দীনেশ কার্তিক বিশ্রামে থাকলেই কেবল সুযোগ হয় তার। এমনকি গেল এশিয়া কাপ এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা হয়নি স্যামসনের।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন মাত্র ৭ ওয়ানডেতে। আর টি-টোয়েন্টি খেলেছেন ১৬টি। যার মধ্যে কখনোই নির্দিষ্ট পজিশনে সীমাবদ্ধ থাকতে দেখা যায়নি এই উইকেটরক্ষক ব্যাটারকে।

নিজের ব্যাটিং পজিশন নিয়ে স্যামসন বলেন, 'বিভিন্ন ভূমিকায় খেলার জন্য আমি বেশ কয়েকবছর ধরে কাজ করেছি। যেকোনো পজিশনে ব্যাটিং করার জন্য আমি বেশ আত্মবিশ্বাসী। আপনার শুধু একটি জায়গা নিয়েই চিন্তা থাকা উচিত নয়।'

'আপনি মানুষজনকে বলতে পারেন না, 'আমি ওপেনার বা আমি একজন ফিনিশার'। গত ৩-৪ বছর আমি বিভিন্ন ভূমিকায় খেলেছি। এটা আমার খেলায় নতুন মাত্রা যোগ করেছে। আমি যেভাবে পারফর্ম করছি তাতে আমি খুশি। আমি আরও উন্নতি করতে চাই।'

জাতীয় দলের হয়ে ওয়ানডেতে একটি ও টি-টুয়েন্টিতে একটি হাফ সেঞ্চুরি করেছেন স্যামসন। এখন পর্যন্ত ওয়ানডেতে ১৭৬ এবং টি-টোয়েন্টিতে ২৯৬ রান করেছেন আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব করা এই ক্রিকেটার।