promotional_ad

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশের মেয়েরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শুরুতে উইকেট হারালেও যুক্তরাষ্ট্রকে একাই টেনে নেন সিন্ধু শ্রীহার্শা। ৮ চারে ৭১ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেললেও যুক্তরাষ্ট্রকে জেতাতে পারেননি ডানহাতি এই ব্যাটার। যুক্তরাষ্ট্রকে ৫৫ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। তাতে বিশ্বকাপের মূল পর্বে খেলার আরও কাছে নিগার সুলতানা জ্যোতির দল। সেমিফাইনালে জিতলেই বিশ্বকাপে খেলার টিকিট পাবেন বাংলাদেশের মেয়েরা।


আবু ধাবিতে জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যুক্তরাষ্ট্র। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় তারা। সালমা খাতুনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন কোন রান না করা স্নিগ্ধা পল। চতুর্থ ওভারে রান আউটে কাটা পড়েন দিশা ধিংরা।


সোহেলি আখতারের দারুণ থ্রোতে দিশাকে রান আউট করেন সোবহানা মোস্তারি। পরের ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই অনিকা কোলানকে বোল্ড করে ফেরান নাহিদা আক্তার। এরপর অবশ্য দারুণ জুটি গড়ে তোলেন শ্রীহার্শা ও লিসা রামজিৎ। তারা দুজনে মিলে যোগ করেন ৯১ রান। তবুও দলকে জেতাতে পারেননি তারা। শ্রীহার্শা ৭৪ এবং লিসা অপরাজিত ছিলেন ২৬ রানে।


promotional_ad

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে দিশা ধিংরার প্রথম বলেই চার মেরে বাংলাদেশের রানের খাতা খোলেন শামিমা সুলতানা। এরপর অবশ্য খানিকটা ধীরগতিতে ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার শামিমা ও মুর্শিদা। ইনিংসের চতুর্থ ওভারে গিয়ে নিজেদের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। স্নিগ্ধা পলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শামিমা। 


স্কটল্যান্ডের বিপক্ষে ৪৮ রানের ইনিংস খেলা শামিমা এদিন আউট হয়েছেন ১০ রানে। এরপর দারুণ এক জুটি গড়েন জ্যোতি এবং মুর্শিদা খাতুন। ৯ ওভারে গিয়ে দলের রান পঞ্চাশ পূরণ করে বাংলাদেশ। দারুণ ব্যাটিংয়ে ৪০ বলে এবারের আসরের প্রথম হাফ সেঞ্চুরির দেখা পান মুর্শিদা। হাফ সেঞ্চুরি করতে ৭টি চার মারেন বাঁহাতি এই ওপেনার। 


মুর্শিদার হাফ সেঞ্চুরির পর দ্রুত রান তুলতে থাকেন জ্যোতিও। ইনিংসের শেষ বলে ছক্কা মেরে এবারের আসরের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশের অধিনায়ক। শেষ পর্যন্ত ১ ছক্কা ও ৬ চারে ৪০ বলে ৫৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন জ্যোতি। ওপেনার মুর্শিদা অপরাজিত ছিলেন ৬৪ বলে ৭৭ রান করে। ইনিংসটি খেলতে ৯টি চার মেরেছেন তিনি।


সংক্ষিপ্ত স্কোর-


বাংলাদেশ নারী দল: ১৫৮/১ (২০ ওভার) (মুর্শিদা ৭৭*, জ্যোতি ৫৬*, শামিমা ১০; স্নিগ্ধা ১/২৪)


যুক্তরাষ্ট্র নারী দল: ১০৩/৩ (২০ ওভার) (শ্রীহার্শা ৭৪*, লিসা ২৬*; সালমা ১/১২, নাহিদা ১/১৮)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball