অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার গ্রুপে বাংলাদেশের মেয়েরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:30 শুক্রবার, 16 সেপ্টেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

২০২৩ সালের ১৪ জানুয়ারি সাউথ আফ্রিকায় পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। ১৯৯৮ সাল থেকে ছেলেদের যুব বিশ্বকাপ মাঠে গড়ালেও অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এবারই প্রথম।

মেয়েদের এই বিশ্বকাপের জন্য পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৬ দলের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং যুক্তরাষ্ট্র। 

১৬ দলের টুর্নামেন্টে অংশ নিচ্ছে আইসিসির পূর্ণ ১১ সদস্য দেশ। আইসিসির পূর্ণ সদস্য পদ থাকলেও সাউথ আফ্রিকায় হতে যাওয়া বিশ্বকাপে অংশ নিচ্ছে না আফগানিস্তান। তবে ঠিক কারণে অংশগ্রহণ করছে সেটা জানায়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

বিশ্বকাপের প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। ১৪ জানুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১৬ জানুয়ারি শ্রীলঙ্কা এবং ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সবগুলো ম্যাচ হবে বেনোনিতে।

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সূচি:

তারিখ দল বনাম প্রতিপক্ষ ভেন্যু
১৪ জানুয়ারি ২০২২ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া বেনোনি
১৬ জানুয়ারি ২০২২ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা বেনোনি
১৮ জানুয়ারি ২০২২ বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র বেনোনি