বাংলাদেশ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট শেষ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:18 বৃহস্পতিবার, 15 সেপ্টেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

যেকোনো টুর্নামেন্টেই ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়। ব্যাতিক্রম হয়নি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রেও। তবে আসন্ন এই বিশ্বআসরে আরও একটি ম্যাচের টিকিট নিয়ে ঘটেছে এমন কান্ড। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের সব টিকিটও বিক্রি হয়ে গেছে।

আজ (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যদিও অস্ট্রেলিয়া মাটিতে বসতে যাওয়া এই টুর্নামেন্ট শুরু হতে এখনও মাস খানেক বাকি। আগামী ২৭ অক্টোবর সিডনিতে হবে এই ম্যাচটি।

আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বর্তমান বরাদ্দ অনুসারে ২৭ অক্টোবর সিডনির বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। বাড়তি টিকিট ছাড়ার আগ পর্যন্ত আগ্রহী দর্শকদের অপেক্ষা করতে বলা হচ্ছে।

‘১৬টি আন্তর্জাতিক দলের সেরা খেলোয়াড়দের দেখতে ৮২টি দেশের দর্শক টিকিট কিনেছেন। ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৮৬ হাজার ১৭৪ জন দর্শকের রেকর্ড উপস্থিতির পর এবারই প্রথম আইসিসির ইভেন্টে গ্যালারিভর্তি দর্শক ফিরছে।’-বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে।

১৬ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৬ অক্টোবর। প্রথমে আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রথম রাউন্ডে। দুই গ্রুপ থেকে সেরা চার দল উঠবে সুপার টুয়েলভে, যেখানে আগে থেকেই জায়গা করে নিয়েছে আটটি দল

বাংলাদেশ দল আছে সুপার টুয়েলভে। ২৪ অক্টোবর সাকিব আল হাসানদের বিশ্বকাপ অভিযান শুরু হবে প্রথম রাউন্ড থেকে উঠে আসা ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে। দ্বিতীয় ম্যাচ ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

৩০ অক্টোবরের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। এরপর ২ নভেম্বর ভারত আর ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।