promotional_ad

মাহমুদউল্লাহকে খেলালে উপরে খেলাতে হবে: আকাশ চোপড়া

সংগৃহীত
promotional_ad

|| সৈয়দ সামি, দুবাই থেকে ||


আজ এশিয়া কাপের ফাইনাল। বাংলাদেশ প্রথম পর্ব থেকেই হেরে ছিটকে গেছে। অথচ একটু ভালো পারফর্ম করলেই অন্তত দ্বিতীয় পর্বে খেলার সুযোগ ছিল টাইগারদের। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরেছিল। এর আগে একই পরিণতি হয়েছিল শ্রীলঙ্কার।


সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনাল খেলছে শ্রীলঙ্কা। কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারেনি। উল্টো খাঁদের কিনারায় গিয়ে ম্যাচ হেরেছে। বাংলাদেশের এমন পারফরম্যান্সে হতাশ হয়েছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও সাউথ আফ্রিকার মতো পরাশক্তি।


promotional_ad

তাই সীমিত ওভারের এই বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফর্ম করা কঠিন কাজ হবে বলে মনে করেন আকাশ। ক্রিকফ্রেঞ্জির সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তিনি বলেন, 'বাংলাদেশ একটা কঠিন গ্রুপে আছে, আর তারা একদমই ভালো খেলছে না।'


টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে বেশ কিছু জিনিস পরিবর্তনের পরামর্শ দিয়েছেন তিনি। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমদের ওপর নির্ভরশীলতা কমাতে বলেছেন। পরক্ষণই মুশফিকের টি-টোয়েন্টি থেকে অবসরের কথা মনে পড়লে সেই কথাটাও সুধরে নিয়েছেন আকাশ। সেই সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদকে ওপরে খেলানোর পরামর্শও দিয়েছেন তিনি।


কিছুক্ষণ ভেবে আকাশ বলেন, 'তাদের সাকিব এবং মুশফিকের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। মুশফিক তো এখন নেই। মাহমুদউল্লাহর উপরে ব্যাট করতে হবে, সে খুবই নিচে ব্যাট করে। সে ৫,৬ ও ৭ নম্বরে নামে। মাহমুদউল্লাহ রিয়াদকে খেলালে উপরে খেলাতে হবে।’


ইনজুরির কারণে এশিয়া কাপে খেলা হয়নি লিটন দাসের। তবে বিশ্বকাপে এই ব্যাটার ফিরলে বাংলাদেশ দলে ভারসাম্য ফিরবে বলে বিশ্বাস আকাশের। তার ভাষ্য, 'লিটন ফেরত আসবে, তাই এটা একটা ভালো দিক। লিটন একজন ভালো ব্যাটার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball