promotional_ad

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে মুস্তাফিজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম। ৬ ধাপ এগিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। ১৮ ধাপ এগিয়েছেন আরেক স্পিনার তাইজুল ইসলাম।


এই বাঁহাতি স্পিনার এখন আছেন ক্যারিয়ার সেরা ৫৩তম স্থানে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে দুজনই দারুণ বোলিং করেছেন। মুস্তাফিজ ৫.২ ওভার বোলিং করে ১৭ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট।


promotional_ad

তাইজুল ৯ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এমন বোলিংয়ের পরই র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন তিনি। এই ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ১০৫ রানের ব্যবধানে।


অবশ্য সিরিজের প্রথম ম্যাচে বল হাতে জ্বলে উঠতে পারেননি মুস্তাফিজ। ৫৭ রান দিয়ে নিয়েছিলেন মাত্র ১ উইকেট। এরপর অবশ্য চোটের কারনে দ্বিতীয় ম্যাচে খেলা হয়নি তার।


অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। তিনি দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছেন। তবুও বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে রয়েছেন তিনি।


এদিকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে রয়েছেন তামিম ইকবাল। তিনি আছেন ১৬তম স্থানেই। এক ধাপ এগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ৩৪ নম্বরে উঠে এসেছেন।


জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৮৫ রানের ইনিংস খেলে আফিফ হোসেন ধ্রুব উঠে এসেছেন ৮৫তম স্থানে। সেই ম্যাচে শূন্য রানে আউট হওয়া মুশফিকুর রহিম দুই ধাপ পিছিয়ে আছেন ২১ নম্বরে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball