Connect with us

আইসিসি র‍্যাঙ্কিং

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে মুস্তাফিজ


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম। ৬ ধাপ এগিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। ১৮ ধাপ এগিয়েছেন আরেক স্পিনার তাইজুল ইসলাম।

এই বাঁহাতি স্পিনার এখন আছেন ক্যারিয়ার সেরা ৫৩তম স্থানে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে দুজনই দারুণ বোলিং করেছেন। মুস্তাফিজ ৫.২ ওভার বোলিং করে ১৭ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট।

তাইজুল ৯ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এমন বোলিংয়ের পরই র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন তিনি। এই ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ১০৫ রানের ব্যবধানে।

অবশ্য সিরিজের প্রথম ম্যাচে বল হাতে জ্বলে উঠতে পারেননি মুস্তাফিজ। ৫৭ রান দিয়ে নিয়েছিলেন মাত্র ১ উইকেট। এরপর অবশ্য চোটের কারনে দ্বিতীয় ম্যাচে খেলা হয়নি তার।

অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। তিনি দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছেন। তবুও বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে রয়েছেন তিনি।

এদিকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে রয়েছেন তামিম ইকবাল। তিনি আছেন ১৬তম স্থানেই। এক ধাপ এগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ৩৪ নম্বরে উঠে এসেছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৮৫ রানের ইনিংস খেলে আফিফ হোসেন ধ্রুব উঠে এসেছেন ৮৫তম স্থানে। সেই ম্যাচে শূন্য রানে আউট হওয়া মুশফিকুর রহিম দুই ধাপ পিছিয়ে আছেন ২১ নম্বরে।

সর্বশেষ

৭ অক্টোবর, শুক্রবার, ২০২২

'পাকিস্তান অনেক বেশি বাবর-রিজওয়ান নির্ভর'

৭ অক্টোবর, শুক্রবার, ২০২২

কম বয়সীদের সুযোগ দিয়েছি, পাকিস্তানের কাছে হারের পর ভারতের কোচ

৭ অক্টোবর, শুক্রবার, ২০২২

ওয়ার্নার ঝড়ের পর স্টার্কের আগুনে পুড়লো ওয়েস্ট ইন্ডিজ

৭ অক্টোবর, শুক্রবার, ২০২২

কঠোর পরিশ্রম করি, বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দেই: রিজওয়ান

৭ অক্টোবর, শুক্রবার, ২০২২

জিম্বাবুয়ের দায়িত্ব ছাড়লেন ক্লুজনার

৭ অক্টোবর, শুক্রবার, ২০২২

ভারতের জয়রথ থামাল পাকিস্তান

৭ অক্টোবর, শুক্রবার, ২০২২

পাকিস্তানের পতাকা উড়ানো হুসেনরা সমর্থন দিচ্ছেন বাংলাদেশকেও

৭ অক্টোবর, শুক্রবার, ২০২২

ম্যাচ কোথায় ফসকে গেছে জানালেন সোহান

৭ অক্টোবর, শুক্রবার, ২০২২

ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন মিচেল

৭ অক্টোবর, শুক্রবার, ২০২২

ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট ছিল, হতাশ সোহান

আর্কাইভ

বিজ্ঞাপন