promotional_ad

সৌম্য-সাব্বিরদের ব্যর্থতার দিনে মৃত্যুঞ্জয়-মুগ্ধর লড়াই

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


উইকেটে খানিকটা ঘাস থাকার সঙ্গে পেসারদের জন্য ছিল বাড়তি বাউন্স। তাতেই সেন্ট লুসিয়াতে মুখ থুবড়ে পড়ল দুই দলের ব্যাটারদের। বোলাররা খানিকটা লড়াই করলেও ৮০ রান করা বাংলাদেশ ‘এ’ দলকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।


সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে জয়ের জন্য ৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। উদ্বোধনী জুটিতে ত্যাগনারাইন চন্দরপল এবং জশুয়া ডি সিলভা মিলে যোগ করেন ৩৫ রান। ডি সিলভাকে ফিরিয়ে তাদের জুটি ভাঙেন মৃত্যুঞ্জয় চৌধুরি।


বাঁহাতি এই পেসারের বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ১৮ বলে ১৭ রান করা এই উইকেটকিপার ব্যাটার। থিতু হতে পারেননি তিনে নামা টেডি বিশপ। মৃত্যুঞ্জয়ের বলে সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন তিনি। দারুণ ব্যাটিং করা চন্দরপলকে ফেরান মুকিদুল ইসলাম মুগ্ধ।


ডানহাতি এই পেসারের বলে উইকেটের পেছনে জাকের আলি অনিককে ক্যাচ দিয়ে ২৩ রানে ফেরেন তিনি। ১৯ রান করা অ্যালিক আথানাজেকে ফেরান সৌম্য সরকার। ৭০ রানে ৬ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন জাস্টিন গ্রিভস। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মৃত্যুঞ্জয় এবং মুগ্ধ।


promotional_ad

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় সফরকারীরা। অ্যান্ডারসন ফিলিপের অফ স্টাম্পের অনেকটা বাইরের বল তাড়া করতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন নাইম শেখ।


বাঁহাতি এই ব্যাটারের ফেরার পর দ্রুতই আউট হয়েছেন সাইফ। শেরমন লুইসের ইন সুইং ডেলিভারিতে উইকেটকিপার  ডি সিলভার গ্লাভসে ক্যাচ দেন ডানহাতি এই ব্যাটার। চার মারার পরের বলে আউট হওয়া সাইফ এদিন ফিরেছেন ৫ বলে ৬ রান করে। ইনিংসের শুরু থেকেই খানিকটা অস্বস্তিতে ছিলেন সৌম্য।


ওয়েস্ট ইন্ডিজের পেসারদের সামলাতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছিলো বাঁহাতি এই ব্যাটারকে। যদিও পরবর্তীতে খানিকটা সামলে নেয়ার চেষ্টা করে দ্রুত রান তুলতে চেয়েছিলেন সৌম্য। তবে বাঁহাতি এই ওপেনারকে ইনিংস বড় করতে দেননি ফিলিপ। ডানহাতি এই পেসারের বলে পুল করতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন তিনি। ২০ বলে ১৫ রানের ইনিংস  খেলে সাজঘরে ফিরেছেন সৌম্য।


ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন মোহাম্মদ মিঠুন। তবে ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশের এই অধিনায়ক। গ্রিভসের বলে ডি সিলভাকে ক্যাচ দিয়ে ১২ রানে ফেরেন মিঠুন। কদিন আগেই বাংলাদেশের এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান। তবে নিজেকে প্রমাণের ম্যাচে ব্যর্থ ডানহাতি এই ব্যাটার।


পাওয়ার প্লেতে ৪ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তুলতে পারেননি তিনি। গ্রিভসের লাফিয়ে ওঠা বল খেলতে গিয়ে ডি সিলভার গ্লাভসে ক্যাচ দিয়ে মাত্র ৩ রানে ফেরেন সাব্বির। এদিকে একই ওভারের শেষ বলে ৪ রানে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। পরের ওভারের তৃতীয় বলে শূন্য রানে আউট হয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরি।


ওয়েস্ট ইন্ডিজের পেসারদের দারুণ বোলিংয়ে দাঁড়াতেই পারছে না বাংলাদেশের ব্যাটাররা। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৫০ রানে ৮ উইকেট হারায় সফরকারীরা। শেষ দিকে জাকের আলী অনিক ২৫ রান করলে ৮০ রানে অল আউট হয় বাংলাদেশ ‘এ’ দল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে চারটি উইকেট নিয়েছেন গ্রিভস।


সংক্ষিপ্ত স্কোর-


বাংলাদেশ ‘এ’ দল-  ৮০/১০ (২৩.২ ওভার) (নাইম ০, সাইফ ৬, সৌম্য ১৫, মিঠুন ১২, সাব্বির ৩, জয় ৪, জাকের ২৫; গ্রিভস ৪/২৫)


ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল-  ৮১/৬ (২৩.২) (চন্দরপল ২৩, আথানাজে ১৯,  জশুয়া ১৭; মৃত্যুঞ্জয় ২/২৪, মুগ্ধ ২/৩৩, সৌম্য ১/২)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball