ওয়ানডেতেও ফিরলেন হেটমায়ার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:08 শুক্রবার, 12 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ফিটনেসের সমস্যার কারণে লম্বা সময় জাতীয় দলের বাইরে ছিলেন শিমরন হেটমায়ার। তবে ফিটনেসের ঘাটতি কাটিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দলে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে দলেও ফিরলেন হেটমায়ার।

সর্বশেষ গত বছরের জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলেছেন বাঁহাতি এই ব্যাটার। মূলত ফিটনেস সমস্যার কারণে ছিটকে যান হেটমায়ার। ফলে খেলা হয়নি সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপও। 

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন হেটমায়ার। এবার ফেরানো হলে ওয়ানডে স্কোয়াডে। খেলবেন নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেটে। এদিকে জাতীয় দলে ফিরেছেন কেভিন সিনক্লেয়ার। 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ছয়টি টি-টোয়েন্টি খেললেও এখনও ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক হয়নি তার। আঙুলের চোটে পড়ে সর্বশেষ ভারত সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়া গুড়াকেশ মোতিও আছেন স্কোয়াডে।

ফিটনেস টেস্ট উতরাতে পারলেন খেলবেন তিনি। ভারত সিরিজের দল থেকে জায়গা হারিয়েছেন রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড এবং হেইডেন ওয়ালশ। সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ১৭, ১৯ এবং ২১ আগস্ট।

ওয়েস্ট ইন্ডিজ: নিকোলাস পুরান (অধিনায়ক), শেই হোপ (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, কেসি কার্টি, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, কিমো পল, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, গুড়াকেশ মোতি (ফিটনেস প্রমাণ সাপেক্ষে)।