পাকিস্তান

রুটকে টপকে টেস্টেও শীর্ষ ব্যাটার হবেন বাবর, বিশ্বাস জয়াবর্ধনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:50 বৃহস্পতিবার, 11 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

দীর্ঘ দিন ধরেই টি-টোয়েন্টি এবং ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরা বাবর আজম। সাদা পোশাকেও এই মুহূর্তে আইসিসি র‍্যাঙ্কিংয়ে তৃতীয় সেরা ব্যাটার তিনি। তবে শীঘ্রই টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার হবে বাবর এমনটাই বিশ্বাস মাহেলা জয়াবর্ধনের।

সর্বশেষ প্রকাশিত আইসিসির টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে আছেন জো রুট। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন। এই সময়ে তাকে সরিয়ে টেস্ট ব্যাটারদের মুকুট মাথায় পড়া বাবরের জন্য খুব একটা সহজ কাজ না। 

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ১১৯ এবং ৫৫ রানের অসাধারণ দুটি ইনিংস খেলেন বাবর। এই দুই ইনিংসে স্টিভ স্মিথকে টপকে চতুর্থ থেকে তৃতীয় স্থানে উঠে এসেছেন পাকিস্তানের অধিনায়ক। তার পয়েন্ট এখন ৮৭৪।

জয়াবর্ধনে বলেন, 'আমি বলবো, বাবর আজমের একটা সুযোগ আছে (টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার হওয়ার)। সে তিন ফরম্যাটেই ধারাবাহিক এবং এটা তার র‌্যাঙ্কিংয়েই লক্ষ্য করা যায়। সে স্বাভাবিকভাবেই একজন প্রতিভাবান খেলোয়াড়। সে সব কন্ডিশনেই (ভালো) খেলে এবং নিজেকে মানিয়ে নিতে পারে।

ঘরের মাঠ কিংবা দেশের বাইরে সব জায়গায়ই পারফর্ম করেছেন বাবর। যেকোনো কন্ডিশনেই নিজেকে দ্রুত মানিয়ে নিতে পারেন তিনি। এর ফলে দেশের বাইরেও ব্যাট হাতে ধারবাহিক এই টপ অর্ডার ব্যাটার।

জয়াবরধনে মনে করেন, সাদা বল কিংবা লাল বল সব ফরম্যাটেই বেশ আত্মবিশ্বাসী থাকেন বাবর। আর এটাই তার সফল হওয়ার পেছনে বড় কারণ। শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার বলেন, 'সে টি-টোয়েন্টি, ওয়ানডে বা টেস্ট যাই খেলুক না কেন, কোনো সময় বিচলিত হন না। সে দারুণভাবে নিজেকে মানিয়ে নেয়।'