যুব দলের আসাম সফর

ভারতে সিরিজ খেলতে গেল বাংলাদেশ যুব দল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:15 সোমবার, 25 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

আসাম অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে তিনটি একদিনের ও দুটি তিন দিনের ম্যাচ খেলতে সোমবার ভারতে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।

সিরিজের সবগুলো ম্যাচই হবে গৌহাটিতে। মূলত স্কুল ক্রিকেট, জেলা ও বিবাগীয় বাছাইয়ের পর গঠন করা হয়েছে এই যুব দল।

করোনা পরবর্তী সময়ে বাংলাদেশ যুব দলের এটাই প্রথম সিরিজ। এই সিরিজের জন্য যুব দলের কোচের দায়িত্ব দেয়া হয়েছে আব্দুল করিম জুয়েলকে।

সেই সঙ্গে দলটির ম্যানেজার করা হয়েছে সাবেক টাইগার ক্রিকেটার হাসিবুল হোসেন শান্তকে। ২৫ জুলাই গৌহাটিতে পৌঁছানোর পর ২৬ জুলাই থেকে অনুশীলন শুরু করবেন যুবা ক্রিকেটাররা।

আগামী ২৮ জুলাই প্রথম তিনদিনের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। দ্বিতীয় তিনদিনের ম্যাচটি মাঠে গড়াবে ৩ আগস্ট।

এরপর একদিনের সিরিজ শুরু হবে ৮ আগস্ট। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ আগস্ট ও ১৩ আগস্ট। সিরিজ শেষে ১৪ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে টাইগার ক্রিকেটারদের।