সিপিএল

ড্রাফটের আগেই সিপিএলের ৬ দলে ২৮ বিদেশি ক্রিকেটার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:15 বুধবার, 06 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ৩১ আগস্ট মাঠে গড়াচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসর। টুর্নামেন্ট শুরুর আগে ৭ জুলাই হবে প্লেয়ার্স ড্রাফট। এর আগে বিদেশি ক্রিকেটারদের দলে নেয়ার সুযোগ পাচ্ছে দলগুলো। ড্রাফটের আগে ৬ দলে জায়গা পেয়েছেন মোট ২৮ বিদেশি ক্রিকেটার।

সিপিএলের এবারের আসরে বার্বাডোস রয়্যালসের জার্সিতে খেলবেন কুইন্টন ডি কক। এবারই প্রথম সিপিএলে খেলবেন সাউথ আফ্রিকার এই উইকেটকিপার ব্যাটার। ডি ককের সঙ্গে বার্বাডোসে রয়েছেন ডেভিড মিলার, মুজিব উর রহমান, আজম খান এবং করবিন বশ। 

এবারের মৌসুমেও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জার্সিতে দেখা যাবে ইমরান তাহিরকে। সাউথ আফ্রিকার এই স্পিনারের সঙ্গে গায়ানাতে খেলবেন তাবরাইজ শামসি, কলিন ইনগ্রাম, হেনরিখ ক্লাসেন এবং আয়ারল্যান্ডের পল স্টার্লিং। 

বার্বাডোস ছেড়ে আসা মোহাম্মদ আমির খেলবেন জ্যামাইকা তালাওয়াশের হয়ে। আমিরের সঙ্গে সন্দীপ লামিচানে, ইমাদ ওয়াসিম, মিগেল প্রিটোরিয়াস এবং ক্রিস গ্রিনকে দলে নিয়েছে তারা। সেন্ট লুসিয়া কিংসে ফাফ ডু প্লেসির সঙ্গী টিম ডেভিড, স্কট কুগেলিন এবং ডেভিড ভিসে। 

সেন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়টসে ওয়ানিন্দৃু হাসারাঙ্গার সঙ্গে খেলবেন ডোয়াইন প্রিটোরিয়াস, ডেওয়াল্ড ব্রেভিস এবং ইজারুল্লাহক নাভিদ। আর ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে খেলবেন কলিন মুনরো, মাহেশ থিকশানা, টিম সেইফার্ট, সেক্কুগে প্রসন্ন এবং আলি খান।

ড্রাফটের আগে দল পাওয়া বিদেশি ক্রিকেটারদের তালিকা:

বার্বাডোস রয়্যালস- কুইন্টন ডি কক, ডেভিড মিলার, মুজিব উর রহমান, আজম খান এবং করবিন বশ।

ত্রিনবাগো নাইট রাইডার্স- কলিন মুনরো, মাহেশ থিকশানা, টিম সেইফার্ট, সেক্কুগে প্রসন্ন এবং আলি খান।

সেন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়টস- ওয়ানিন্দৃু হাসারাঙ্গা, ডোয়াইন প্রিটোরিয়াস, ডেওয়াল্ড ব্রেভিস এবং ইজারুল্লাহক নাভিদ।

জ্যামাইকা তালাওয়াশ- মোহাম্মদ আমির, সন্দীপ লামিচানে, ইমাদ ওয়াসিম, মিগেল প্রিটোরিয়াস এবং ক্রিস গ্রিন।

সেন্ট লুসিয়া কিংস- ফাফ ডু প্লেসি, টিম ডেভিড, স্কট কুগেলিন এবং ডেভিড ভিসে। 

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স- ইমরান তাহির, তাবরাইজ শামসি, কলিন ইনগ্রাম, হেনরিখ ক্লাসেন এবং পল স্টার্লিং।