promotional_ad

এজবাস্টনে ৩০ পেরোলেই সেঞ্চুরি হাঁকাবে কোহলি: ভন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাম্প্রতিক সময়ে কোহলির ব্যাটে রান নেই। কিন্তু এই টপ অর্ডার ব্যাটারের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তা আরও একবার মনে করিয়ে দিলেন মাইকেল ভন। এজবাস্টন টেস্ট কোহলির উপর নজর রাখতে বলছেন ভন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়কের ধারণা, কোহলি যদি ৩০ পেরিয়ে যান, তাহলে তার বহু কাঙ্ক্ষিত ৭১তম সেঞ্চুরিটা পেয়ে যাবেন।


কোহলি শেষবার শতকের দেখা পেয়েছিলেন ইডেনে। বাংলাদেশের বিপক্ষে পিংক বল টেস্টে। সেটা অবশ্য ২০১৯ সালের নভেম্বরের কথা। সময়ের হিসেবে তা ৩২ মাস! প্রায় আড়াই বছরের ব্যবধানে কোহলির ক্রিকেট ক্যারিয়ারেও এসেছে বড়-সড় পরিবর্তন।


promotional_ad

এই সময়ে তিন সংস্করণের ক্রিকেট থেকেই নেতৃত্ব ছেড়েছেন তিনি, শুধু তিন অঙ্কের ম্যাজিক ফিগারটাই ছুয়ে দেখা হয়নি তার। শুধুই আন্তর্জাতিক ক্রিকেট নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও এই সময়ে সেঞ্চুরির দেখা পাননি কোহলি। যদিও বেশ কিছু হাফ সেঞ্চুরি পেয়েছেন তিনি।


ভন বলেন, 'আপনি যদি পেছনের দিকে তাকান, কত সময় আগে সে তিন অঙ্ক ছুয়েছিল? বিরাট কোহলির জন্য এটা অনেক দিন পার হয়ে গেছে। (এজবাস্টন টেস্টে) যদি সে ৩০ এ পৌঁছাতে পারে, আমি মনে করি, সেটিকে তিন অঙ্কে নিয়ে যেতে পারবে, যার জন্য সে মুখিয়ে আছে।'


ভারতের সর্বশেষ ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ টেস্টটি স্থগিত হয়েছিল। সিরিজে ভারত ২-১ এ এগিয়ে আছে। এবার সেই স্থগিত হওয়া পঞ্চম ম্যাচটিই খেলছে দুই দল। এজবাস্টন টেস্টে তাই দুই দলের লক্ষ্যটা ভিন্ন। ভারতের সামনে সিরিজ জয়ের হাতছানি আর ইংলিশদের সিরিজ ড্র করার সুযোগ। এমন গুরুতপূর্ণ টেস্টে নিশ্চয় কোহলিকে নিয়ে বাড়তি পরিকল্পনা থাকবে ইংল্যান্ডের।


ভন বলেন, 'এজবাস্টনে ভারতের যে খেলোয়াড়ের দিকে নজর দিতে হবে, সে হলো বিরাট কোহলি। মাত্র কয়েক বছর আগে ফিরে দেখেন, সে এই মাঠে তার অন্যতম সেরা টেস্ট সেঞ্চুরি করেছিল। আমি মনে করি সেটা তার প্রাপ্য ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball