promotional_ad

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন ব্রাভো-লুইস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী এক বছরের জন্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ২০২২ সালের ১ জুন থেকে ২০২৩ সালের ৩০ জুলাই পর্যন্ত কার্যকর এই চুক্তিতে রাখা হয়েছে মোট ১৮ জন ক্রিকেটার।


গতবারের তালিকা থেকে বাদ পড়েছেন ৬জন ক্রিকেটার। এই তালিকায় আছেন, রাখিম কর্ণওয়াল, ফ্যাবিয়েন অ্যালেন, ড্যারেন ব্রাভো, এভিল লুইস, শেনন গ্যাব্রিয়েল এবং কাইরন পোলার্ড।


promotional_ad

প্রথম পাঁচজন বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন। আর পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এর আগে পর্যন্ত তিনি সাদা পোশাকে অধিনায়কের দায়িত্বও পালন করেছেন। গত মেয়াদের চুক্তিই ছিল তার ক্যারিয়ারে শেষ বার।


প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে নাম লিখিয়েছেন তিনজন ক্রিকেটার। এই তালিকায় আছেন ওবেড ম্যাককয়, জেডেন সিলস এবং ওডেইন স্মিথ। মূলত সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরষ্কার হিসেবে তাদেরকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।


সর্বশেষ চুক্তিতে ছিলেন না, তবে এবার আবারও কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন এমন ক্রিকেটারের সংখ্যা তিন জন। এই তালিকায় আছেন ব্রেন্ডন কিং, রোভম্যান পাওয়েল এবং রোমারিও শেফার্ড। তাদেরকেও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় কেন্দ্রীয় চুক্তির তালিকায় ফিরিয়েছে সিডব্লিউআই।


ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটার: জারমেইন ব্ল্যাকউড, এনক্রুমাহ বোনার, ক্রেইগ ব্র্যাথওয়েট, জোশুয়া ডি সিলভা, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, ওবেড ম্যাককয়, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, কেমার রোচ, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, ওডেইন স্মিথ এবং হেইডেন ওয়ালশ জুনিয়র।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball