বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

মায়ার্সকে দেখে শিক্ষা নিতে হবে, ব্যাটারদের ডমিঙ্গো

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:32 রবিবার, 26 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

কাইল মায়ার্সকে দেখে বাংলাদেশের ব্যাটারদের শিক্ষা নিতে বললেন রাসেল ডমিঙ্গো। সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসে মায়ার্সের অনবদ্য ১২৬ রানের ইনিংস দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশের হেড কোচ।

বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ১৩২ রান তুলতেই চার উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটিতে পরিষ্কারভাবেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে।

কিন্তু তা আর হতে দেননি মায়ার্স। সেঞ্চুরি তুলে নিয়েছেন দারুণ ধৈর্যশীল ব্যাটিংয়ে। সেঞ্চুরি করেও মাঠ ছাড়েননি তিনি। ১৮০ বলে ১৫টি চার ও দুটি ছক্কায় অপরাজিত ১২৬ রান করে ম্যাচের তৃতীয় দিন শুরু করবেন তিনি।

লম্বা সময় ধরে টেস্ট ক্রিকেটে ছন্দ খুঁজে পাচ্ছে না বাংলাদেশের ব্যাটাররা। ভালো শুরু করলেও ইনিংস লম্বা করতে পারছেন না দলের অনেক ক্রিকেটার। মায়ার্সকে দেখে লম্বা ইনিংস খেলার ব্যাপারে আরও যত্নবান হক বাংলাদেশের ব্যাটাররা, এমনটাই চাওয়া ডমিঙ্গোর।

তিনি বলেন, 'আমাদের বেশ কজন ক্রিকেটার এখন ফর্ম ও ছন্দ খুঁজে ফিরছে। এখান থেকে বের হওয়ার একমাত্র উপায় লম্বা সময় ব্যাট করা। ৩০-৪০ রানের ইনিংস অনেক হচ্ছে, দু-একটা ফিফটি হচ্ছে। কিন্তু কাইল মায়ার্স যেমন ১২০ ছাড়িয়ে যাচ্ছে, তেমন বড় ইনিংস কেউ খেলতে পারছে না। দলের রান ২৩০ আর ৪০০ হওয়ার মধ্যে মূল পার্থক্য এখানেই।'

গত বছর বাংলাদেশ সফরে এসে ইতিহাস গড়েছিলেন মায়ার্স। টেস্ট অভিষেকে চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরি করে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিলেন তিনি। ডমিঙ্গোরও মনে আছে সে কথা।

তিনি আরও বলেন, 'মায়ার্সের মতো ১২০ রানের ইনিংস খেলতে হবে আমাদের কারও। গত বছর ওরা আমাদের বিপক্ষে ৪০০ রান তাড়া করেছে চট্টগ্রামে, মায়ার্স তখন ডাবল সেঞ্চুরি করেছে। আমাদের কেউ এখন তেমন বড় ইনিংস খেলতে পারছে না। মায়ার্সকে দেখে শিক্ষা নিতে হবে। টেস্ট ম্যাচ অনেক কঠিন। এরকম ভালো ব্যাটিং করতে না পারলে ভালো দলগুলো শাস্তি দেবে এবং আমাদেরকে এখন সেই শাস্তি পেতে হচ্ছে।'