বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন তামিম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:42 শনিবার, 25 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাটারদের ব্যর্থতায় সেন্ট লুসিয়া টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে ২৩৪ রানে। এই ম্যাচেও দলকে ভালো শুরু এনে দিতে পারেননি বাংলাদেশের ওপেনাররা। এদিন বাংলাদেশ প্রথম উইকেট হারায় দলীয় ৪১ রানে। 

মাহমুদুল হাসান জয় ১০ রান করে ফিরলেও তামিম ইকবালের ব্যাট থেকে এসেছে ৪৬ রানের ইনিংস। দিন শেষে ব্যর্থতার দায়টা নিজের কাঁধেই নিয়েছেন তামিম। ভালো শুরুর পরও ইনিংস বড় করতে না পারায় হতাশ এই টাইগার ওপেনার।

এ প্রসঙ্গে তামিম বলেন, 'টেস্ট ক্রিকেটে এরকম শুরু পেয়ে গেলে সাধারণত আমার ইনিংসগুলো বড় হয়। দুর্ভাগ্যজনক যে বড় করতে পারিনি। আজকের বলটি আমি ছেড়ে দিতে পারতাম। তবে বলটি যতটা ওঠার কথা নয়, তার চেয়ে বেশি উঠেছে। এজন্য ব্যাটের স্টিকারে লাগে।'

সেন্ট লুসিয়ার হালকা ঘাসের উইকেটে তামিমের শুরুটা ছিল দুর্দান্ত। শুরু থেকেই বলের যোগ্যতা বুঝে খেলেছেন তিনি। সেই সঙ্গে রানের চাকাও সচল রেখেছেন। অন্যপ্রান্তে জয় কিছুটা নড়বড়ে থাকলে তামিম ছিলেন সাবলীল। এমন শুরুর পরও হাফ সেঞ্চুরির আগেই তাকে ফেরান আলজারি জোসেফ।

দলের ব্যাটিং ধসের জন্য অবশ্য কোনো অজুহাত দিচ্ছেন না তামিম। তিনি মনে করেন দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে ইনিংস বড় করার প্রয়োজন ছিল তার। তিনি নিজের কাজ ঠিক মতো করতে পারেননি। ফলে কিছুটা আক্ষেপ করেছেন তিনি।

তামিম বলেন, 'আমি ওরকম নই যে এখানে এসে বলব ‘এ কারণে হয়নি, ও কারণে হয়নি।’ আমার কাছে মনে হয়, যখন আমি শুরুটা পাচ্ছি, দলের সিনিয়র সদস্য হিসেবে, বড় করা উচিত ছিল। এখানে কোনো অজুহাত নেই।'