ভারতীয় ক্রিকেট

রঞ্জির ফর্ম দিয়ে বাংলাদেশ সিরিজে ডাক পাচ্ছেন সরফরাজ!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:58 শুক্রবার, 24 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরোয়া ক্রিকেটে তুখোড় ফর্মে রয়েছেন সরফরাজ খান। এবারের রঞ্জি ট্রফিতে তো ইতিহাসই গড়ে ফেলেছেন এই ভারতীয় ব্যাটার। এখন পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে ৯৩৭ রান। এর মধ্যে দিয়ে টানা দুই মৌসুমে ৯০০ এর বেশি রান করেছেন তিনি।

রঞ্জির ফাইনালেও ১৩৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন সরফরাজ। এমন পারফরম্যান্সের পর জাতীয় দলের দরজা খুলে যাচ্ছে তার। ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্র মারফত জানিয়েছে নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য বিবেচনা করা হতে পারে সরফরাজকে। 

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) একটি সূত্র বলেছে, ‘এখন তাকে উপেক্ষা করা অসম্ভব। পারফরম্যান্সই তার বিশাল ক্ষমতার কথা বলছে এবং ভারতীয় দলে অনেকের উপর চাপ সৃষ্টি করছে। নির্বাচকরা যখন বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল বেছে নেবেন, তখন তার নিশ্চিত ভাবে জায়গা হবে। গত বছর দক্ষিণ আফ্রিকাতেও ভারতীয় ‘এ’ দলের হয়ে সে ভালো করেছে। এমনকি সে একজন চমৎকার ফিল্ডারও।’

কিছুদিন আগেও ফিটনেসের সমস্যা আর বাজে ফর্মের কারণে সরফরাজের ক্যারিয়ার নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। যদিও সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দারুণভাবে ফিরেছেন এই মিডল অর্ডার ব্যাটার। দুই বছরের মধ্যে নিজের খেলার ধরনই বদলে ফেলেছেন তিনি।

এবারের রঞ্জি আসরে সৌরাষ্ট্রের বিপক্ষে ২৭৫ রানের একটি ইনিংস খেলেছেন তিনি। এরপর দুই ম্যাচে ১৬৫ ও ১৫৩ রানের আরও দুটি ইনিংস রয়েছে তার। ২০১৯ সালের রঞ্জি থেকে যদি হিসেব করা হয় তবে ১৫ ইনিংসের ১৫০ এর বেশি গড়ে তিনি ১৭শ রান করেছেন। এর মধ্যে তিনি একটি ট্রিপল ও দুটি ডাবল সেঞ্চুরি ছুঁয়েছেন।

আর মাত্র ৬৩ রান করলেই ভিভিএস লক্ষণ, ওয়াসিম জাফর ও আজিঙ্কা রাহানেদের পর রঞ্জির এক মৌসুমে ১ হাজার রানের মাইলফলক ছুবেন সরফরাজ। অবশ্য সর্বোচ্চ রানের রেকর্ডটি ছোঁয়া সরফরাজের জন্য কঠিনই বটে। ১৯৯৯-২০০০ মৌসুমে লক্ষ্মণ হায়দরাবাদের হয়ে ১ হাজার ৪১৫ রান করেছিলেন।