promotional_ad

ম্যাককালাম যেভাবে বলেছে, ওরা সেভাবে খেলেছে: বোল্ট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ব্যাটিং, কিপিং, ফিল্ডিং কিংবা নেতৃত্বে, ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে আক্রমণাত্বক দর্শনে বিশ্বাসী ছিলেন ব্রেন্ডন ম্যাককলাম। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে মনোনিবেশ করলেও বদলায়নি ম্যাককলামের দর্শন। যার সর্বশেষ নিদর্শন মিলেছে সপ্তাহ খানেক আগে, ট্রেন্ট ব্রিজ টেস্টে। ইংল্যান্ডের কোচের ভূয়সী প্রশংসা করেছেন ট্রেন্ট বোল্ট।


শেষ দিনে ২৯৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করা ইংল্যান্ডের শেষ সেশনে প্রয়োজন ছিল ১৬০ রান। হাতে ছিল ৫ উইকেট। উইকেটে বেন স্টোকস ও জনি বেয়ারস্টো থাকলেও ড্রেসিং রুমে স্বীকৃত ব্যাটার হিসেবে ছিলেন শুধু বেন ফোকস।

তাতে অনুমেয়ভাবেই ড্রয়ের পথে হাঁটার কথা ছিল ইংল্যান্ডের। দ্বিতীয় সেশনে ধীরগতিতে ব্যাটিং করলেও চা বিরতি থেকে ফেরার পর আক্রমণাত্বক ব্যাটিং শুরু করেন বেয়ারস্টো ও স্টোকস। বিশেষ করে কিউই বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছিলেন বেয়ারস্টো। ইংলিশরা ২৯৯ রান তাড়া করে মাত্র ৫০ ওভারে।


promotional_ad

ম্যাককালামের প্রশংসা করে বোল্ট বলেন, 'ম্যাককালাম তাদের যেভাবে বলেছে, তারা সেভাবে খেলেছে। ইংল্যান্ড ক্রিকেটের জন্য এটা নতুন এক পরিবর্তন। এটা দারুণ শুরু। দুটো ম্যাচই দারুণ রোমাঞ্চকর ছিল। আশা করি, আমরা আরও অনেক টেস্ট ম্যাচ দেখব এমন।'


'০-২ ব্যবধানে পিছিয়ে পড়েছি। এটা আমাদের কষ্ট দিচ্ছে। তবে শেষ কয়েক বছর আমরা যেভাবে খেলেছি তাতে আমাদের ড্রেসিং রুমে গর্ব করার মতো অনেক কিছুই আছে।'


নটিংহামে শেষ দিনে ইংল্যান্ড রেকর্ড জয় এনে দেয়ার দিনে মাত্র ৭৭ বলে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন বেয়ারস্টো। যা ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। তাকে দারুণভাবে সঙ্গ দেয়া স্টোকসও অপরাজিত ছিলেন ৭৫ রানে। মূলত প্রথম ৯ ওভারে ১০২ রান তোলাতেই ম্যাচে ফিরে ইংল্যান্ড আর শেষ পর্যন্ত দুর্দান্ত জয় তুলে নেয়।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball