বাংলাদেশ ক্রিকেট

সাকিবের সঙ্গে একমত দুর্জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:00 মঙ্গলবার, 21 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সর্বশেষ কয়েক সিরিজেই ধারাবাহিকভাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। বিশেষ করে টপ অর্ডার ব্যাটাররা ব্যর্থ হওয়ায় ধস নামছে বাংলাদেশ শিবিরে। ক্রাইস্টচার্চ, পোর্ট এলিজাবেথ, ডারবান ও মিরপুরের পর টপ অর্ডারদের ব্যর্থতা অবাহত আছে ওয়েস্ট ইন্ডিজ সফরেও। অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে লাঞ্চের আগেই ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তাতে করে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা।

ম্যাচ শেষে সাকিব আল হাসান জানিয়েছিলেন, অ্যান্টিগার সেই প্রথম সেশনই বাংলাদেশের ম্যাচ শেষ করে দিয়েছে। ব্যাটারদের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশের টেস্ট অধিনায়ক জানিয়েছেন, সবারই মানসিক সমস্যার সঙ্গে টেকনিক্যাল সমস্যাও রয়েছে। সাকিবের কথার সঙ্গে সায় দিয়েছেন নাইমুর রহমান দুর্জয়।

মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের চেয়ারম্যান বলেন, ‘সাকিব যেটা বলেছে ঠিকই বলেছে যে টেকনিক্যালি সাউন্ড ব্যাটার নাই। কিছু বিশেষ জায়গা আছে টেস্টে, সেটা স্পিনারদের ক্ষেত্রে বলেন ব্যাটারদের ক্ষেত্রে বলেন। পেস বোলারদের বল সুইং করাতে হবে, স্পিনারদের টার্ন করাতে হবে। ওয়ানডে, টি-টোয়েন্টির মতো গৎবাঁধা প্রক্রিয়ায় যদি বল করে যাই সেটা টেস্টে তেমন ফল দেয় না। হয়তো হোমে আমরা যে ধরণের উইকেটে খেলি…একই বল এখানে যেরকম আচরণ করে আমার সেটা ওয়েট ইন্ডিজ বা দক্ষিণ আফ্রিকার উইকেটে একই রকম আচরণ করবে না।’

‘ঐ কন্ডিশনের জন্য আমাকে আলাদা ওয়ার্ক আউট করতে হবে। আলাদা স্ট্রেটেজি নিতে হবে। ব্যাটারদের ক্ষেত্রেও একই। কারণ আমরা বললাম সিম বোলারদের বল সুইং করাতে হবে সেটা কিন্তু প্রতিপক্ষ দলের পেসাররাও করবে যে বল সুইং করাবে, জোরে করার চেষ্টা করবে। সেটাকে ম্যানেজ করতে হলে আমার ব্যাটারের কিন্তু সেই গুণ থাকতে হবে। সুতরাং সবারই এই প্রস্তুতি থাকতে হবে।’

ঘরের মাঠে সর্বশেষ ঢাকা টেস্টে ২৪ রানে ৫ উইকেট হারানোর পর বাংলাদেশের হাল ধরেছিলেন মুশফিকুর রহিম এবং লিটন দাস। তাদের দুজনের সেঞ্চুরিতে সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করার পুঁজি পেলেও শেষ পর্যন্ত টেস্ট জেতা হয়নি বাংলাদেশের। এদিকে অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে সাকিবের হাফ সেঞ্চুরি ও মেহেদি হাসান মিরাজের ৪ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছিল টইগাররা।

যদিও দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ধস হার এড়াতে দেয়নি সাকিবের দলকে। নুরুল হাসান সোহান ও সাকিবের হাফ সেঞ্চুরিতে দলের রান আড়াইশ পেরোলেও কাজে দেয়নি। দুর্জয় মনে করেন, টেস্টে জিততে হলে সবার একসঙ্গে জ্বলে উঠতে হবে। বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতা নিয়েও কথা বলেছেন তিনি। বাংলাদেশের সাবেক অধিনায়ক মনে করেন, আমরা সব টেস্ট জিততে চেয়ে হেরে যাচ্ছি। হার এড়াতে ড্র করার মানসিকতা আনতেও বলছেন তিনি।  

দুর্জয় বলেন, ‘আমাদের যে ৫-৬ জন প্লেয়ার (সিনিয়র) তারা জ্বলে উঠছে। কিন্তু একসাথে জ্বলে উঠা হচ্ছে না, দলের যেটা প্রয়োজন, টেস্টের প্রতি ঘন্টায় পরিস্থিতি বদলে যাচ্ছে। আমরা হয়তো ৫০ করছি কিন্তু ইনিংসটা ১০০ হওয়া উচিত। অনেক সময় সময়ক্ষেপণ করার জন্য যেভাবে খেলা দরকার সেটা করতে পারছি না। বেশিরভাগ ক্ষেত্রে টেস্টে যে সময় পার করা এবং আরেকটা বিকল্প যে ড্র আছে সেটা আমরা মনে হয় চিন্তা করি না। ড্র করলে কিন্তু অন্তত মাঝখানে একটা জায়গায় থাকা যায়। আমরা সবসময় জিততে গিয়ে হেরে যাচ্ছি।'