আইপিএল

কোহলির ছোঁয়াতেই রাহুল বদলে গেছে: শোয়েব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:52 বুধবার, 25 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুলের নেতৃত্ব এবং আগ্রাসী ব্যাটিংয়ের প্রশংসা করেছেন শোয়েব আখতার। পাকিস্তানি এই কিংবদন্তির মতে, বিরাট কোহলির ছোঁয়াতেই বদলে গেছেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটার।

ক্যারিয়ারের শুরুর ভাগেই কোহলির ছত্রছায়া পেয়েছেন লোকেশ রাহুল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শুরুটা আশানুরুপ করতে পারেননি তিনি।

এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গিয়ে তখনকার অধিনায়ক কোহলির অধীনে খেলার সুযোগ হয় তার। ২০১৭ আইপিএল পর্যন্ত কোহলির দলেই ছিলেন রাহুল। পরবর্তীতে তার ক্যারিয়ারের মোড় বদলে যায় কিংস ইলেভেন পাঞ্জাবে (বর্তমান পাঞ্জাব কিংস) খেলার সুবাদে।

একই সময়ে ভারতের জাতীয় দলেও খেলেছেন রাহুল। ভারতের তিন সংস্করণেই কোহলির দলের অন্যতম সেরা সদস্যে পরিণত হন রাহুল। এবারের আইপিএলে নতুন দল লক্ষ্ণৌর অধিনায়কত্ব করতে এসে প্রথমবারেই দলটিকে প্লে অফে নিয়ে যান তিনি। পুরো মৌসুমে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে করেছেন ৫৩৭ রান।

রাহুল প্রসঙ্গে শোয়েব বলেন, 'লোকেশ রাহুলের পেছনে বিরাট কোহলির অনেক অবদান আছে। সে (কোহলি) রাহুলকে ইনিংস উদ্বোধন করতে পাঠিয়েছে, ভারতের জাতীয় দলের স্থায়ী সদস্য করেছে। রাহুল দারুণ এক ক্রিকেটার।'

'সে (রাহুল) নিজেকে প্রমাণ করেছে। সফলভাবে সে এটাও দেখিয়েছে যে সে ভারত এবং আইপিএলের অসাধারণ এক ক্রিকেটার। এলিমিনেটর ম্যাচে রাহুল অবশ্যই অনেক বড় প্রভাবক হিসেবে থাকবে।'