ইংলিশ কাউন্টি

৭১৩ রান করেও ৩ রানের আক্ষেপ শান মাসুদের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:24 রবিবার, 01 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে পুরো এপ্রিল মাসটি রাঙিয়েছেন শান মাসুদ। ডার্বিশায়ারের হয়ে মাঠে নেমে এপ্রিল মাসে করেছেন ৭১৩ রান। তবুও তিন রানের আক্ষেপ রয়ে গেছে বাঁহাতি এই ওপেনারের।

সদ্য সমাপ্ত এপ্রিল মাসে চার ম্যাচে ৬টি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন মাসুদ। এই ছয় ইনিংসে দুটি ডাবল সেঞ্চুরি হাঁকান তিনি। সঙ্গে করেছেন তিনটি হাফ সেঞ্চুরি। কেবল শেষ ইনিংসেই হাফ সেঞ্চুরি পাননি তিনি।

গত শনিবার (৩০ এপ্রিল) ৪২ রান করে আউট হয়েছেন মাসুদ। অথচ এই ইনিংসে ৪৫ রান করতে পারলেই দারুণ এক রেকর্ড নিজের নামে করে নিতে পারতেন মাসুদ।

সেই ইনিংসে আর তিন রান করতে পারলেই প্রথম শ্রেণির ক্রিকেটে এপ্রিল মাসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটি গড়তে পারতেন মাসুদ। যদিও ফন ডার গুটেনের বলে কট বিহাইন্ড হওয়ায় এমন রেকর্ডে আর নাম লেখাতে পারলেন না তিনি।

শুধুমাত্র এপ্রিল মাসে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটি নিক কম্পটনের নামে। ২০১২ সালের কাউন্টি ক্রিকেটে এপ্রিল মাসে ৭১৫ রান আসে কম্পটনের ব্যাটে।