ডিপিএল

সাকিব-সাব্বিরের ঝড়ো ব্যাটিংয়ের পর চিরাগের ৫ উইকেট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:34 মঙ্গলবার, 26 এপ্রিল, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সাব্বির রহমানের ৯০ এবং সাকিব আল হাসানের ৫৯ রানের ঝড়ো ইনিংসের ‍সুবাদে ২৯৩ রানের বড় পুঁজি পেয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। বড় লক্ষ্য তাড়ায় চিরাগ জানির ৫ উইকেটে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। তাতে ১৯৬ রানের বড় জয় সাকিব-মাশরাফি বিন মুর্তজার রূপগঞ্জ।

জয়ের জন্য ২৯৪ রানের বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় গাজী গ্রুপ। পেসার আল আমিন হোসেনের বলে নাবিল সামাদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান। ৫ রানে মাহমুদুল আউট হওয়ার পর আরাফাত সানি ফিরেছেন ১৯ রানে। 

এরপর আল আমিন জুনিয়র, আকবর আলী, সাঈদ সরকাররা ছিলেন আসা যাওয়ার মিছিলে। মেহেরব হাসান খানিকটা থিতু হওয়ার চেষ্টা করলেও তাকে ইনিংস বড় করতে দেননি নাঈম ইসলাম। মেহেরব ২৭ রানে ফিরলে ৯৭ রানে অল আউট হয় গাজী গ্রুপ।

এর মাঝে মেহেরবকে সঙ্গ দেয়া হুসনা হাবিব মেহেদি করেছিলেন ৩২ রান। রূপগঞ্জের হয়ে ৫ টি উইকেট নিয়েছেন চিরাগ। এ ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন আল আমিন এবং নাঈম। একটি উইকেট পেয়েছেন সাকিব।

এর আগে ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৩ রানের বড় সংগ্রহ পায় রূপগঞ্জ। দলটির হয়ে সর্বোচ্চ ৯০ রানের ইনিংস খেলেছেন সাব্বির। এ ছাড়া সাকিব ৫৯, রাকিবুল হাসান ৪৭ এবং নাঈম করেছেন ৪২ রান। গাজী গ্রুপের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সৈয়দ খালেদ আহমেদ, রাকিবুল আতিক এবং মাহবুব নিলয়।