promotional_ad

গতবারের চ্যাম্পিয়নরা কেন আটে, ব্যাখ্যা দিলেন রাকিবুল

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০২০ যুব বিশ্বকাপে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে ‍তুলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে গতবারের চ্যাম্পিয়নদের এবারের আসর শেষ হয়েছে আটে থেকে। দেশে ফিরে এমন ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ব্যাটারদের দিকে আঙুল তুললেন অধিনায়ক রাকিবুল হাসান।


যুব বিশ্বকাপে যাওয়ার আগে ভারতে তিন দলের সিরিজে ব্যাট হাতে দাপট দেখিয়েছিল আইচ মোল্লা-প্রান্তিক নওরোজ নাবিলরা। তবে বিশ্বকাপের মঞ্চে পুরোপুরি ব্যর্থ তারা। ইংল্যান্ডের বিপক্ষে ৯৭ রানে অল আউট হয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশের যুবারা। 


সংযুক্ত আরব আমিরাত এবং কানাডার বিপক্ষে পরে ব্যাটিং করে স্বাচ্ছন্দ্যে জয় পেলেও কোয়ার্টার ফাইনালে আবারও ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। ভারতের বিপক্ষে ১১১ রানে অল আউট হওয়া ম্যাচে ৫ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় রাকিবুলের দল। 


promotional_ad

আরিফুল ইসলামের সেঞ্চুরির পরও পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারতে হয়েছে বাংলাদেশকে। তাতে গতবারের চ্যাম্পিয়নরা আটে থেকে বিশ্বকাপ মিশন শেষ করে। পুরো আসরে একবারই মাত্র দুইশ রান পেরিয়েছিল। প্রস্তুতি ভালো হলেও ব্যাটাররা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেননি বলে মনে করেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক। 


দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাকিবুল বলেন, ‘সত্যি বলতে, গতবার চ্যাম্পিয়ন, এবার ভালোভাবে শেষ করতে পারিনি। প্রস্তুতি অনুযায়ী যে লক্ষ্য ঠিক করে গিয়েছিলাম, সেটা পূরণ করতে পারিনি। এখন বলতে গেলে, দল হিসেবে ব্যাটিংয়ের পরিকল্পনা ছিল, যে প্রক্রিয়া অনুযায়ী খেলার কথা ছিল, সেটি করতে পারিনি।


বড় ম্যাচগুলোতে আমাদের ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। আগের সিরিজগুলোতে হয়তো ভালো ব্যাটিং করেছি, ভারতে গিয়ে ম্যাচ জিতেছি। ছন্দ তো সবারই কখনো কখনো কেটে যায়, ফর্ম চলে যায়। হয়তোবা এ টুর্নামেন্টে আমাদের ব্যাটসম্যানদের ফর্মটা অতটা ভালো যায়নি।’


পুরো বিশ্বকাপে ব্যাটারদের সাফল্য বলতে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরিফুলের দুটি সেঞ্চুরি। ব্যাটাররা পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারলেও নিজেদের ব্যাটিং শক্তিতে ঘাটতি দেখছেন না রাকিবুল। সেই সঙ্গে নিজেদের ভালো খেলোয়াড় ছিল বলেও দাবি করেছেন তিনি।


রাকিবুল বলেন, ‘এমন নয় যে আমাদের ভালো খেলোয়াড় ছিল না। ওরা ভালো খেলোয়াড়ই। হয়তোবা রান করতে পারেনি, এরপরও আরিফুল দুটি সেঞ্চুরি করেছে। দু-একজন শেষে এসে চেষ্টা করেছে। ভাগ্য পক্ষে আসেনি, পরিকল্পনাটা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারিনি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball