promotional_ad

শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব পাচ্ছেন মালিঙ্গা!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব পাচ্ছেন লাসিথ মালিঙ্গা। কোচিং পরামর্শক মাহেলা জয়াবর্ধনের সুপারিশে সাবেক এই লঙ্কান পেসারকে নতুন দায়িত্ব দিতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড, এমন সংবাদ প্রকাশ করেছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম আইল্যান্ড ক্রিকেট।


শ্রীলঙ্কার ক্রিকেট পরামর্শক কমিটি ইতোমধ্যেই মালিঙ্গাকে নতুন বোলিং কোচ হিসেবে সবুজ সংকেত দিয়েছে। এই কমিটিতে আছেন কুমার সাঙ্গাকার, অরবিন্দ ডি সিলভা এবং মুত্তিয়া মুরালিধরন।


promotional_ad

গত বছরের ১৪ সেপ্টেম্বর সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যান মালিঙ্গা। এর আগের ১৭ বছর বল হাতে রীতিমতো শাসন করেছেন এই লঙ্কান পেসার। নিজের সময়ে বিশ্ব ক্রিকেটের এই উজ্জ্বল নক্ষত্রের আইপিএলে কোচিং করানোরও অভিজ্ঞতা আছে।


এর আগে শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন চামিন্দা ভাস। গত ডিসেম্বরে তার মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর চুক্তি নবায়ন করেননি। 


লঙ্কান ক্রিকেট বোর্ড সিরিজ অনুযায়ী ভাসের সঙ্গে চুক্তি নবায়ন করার পক্ষে ছিল। কিন্তু ভাস লম্বা সময়ের জন্য চুক্তি করার পক্ষে ছিলেন। এর ফলে শেষ পর্যন্ত আর চুক্তি নবায়ন করা হয়নি শ্রীলঙ্কার অন্যতম সফল এই সাবেক পেসারের।


গুঞ্জন আছে, বাংলাদেশ দলের নতুন বোলিং কোচ হয়ে আসছেন ভাস। তার সঙ্গে ইতোমধ্যেই আলোচনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball