বিপিএল ২০২২

নাহিদুলের ঘূর্ণিতে কুমিল্লার দ্বিতীয় জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:16 মঙ্গলবার, 25 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বোলাররা কাজটা ঠিকভাবেই করেছিলেন। বাকি কাজটুকু ছিল ব্যাটারদের। কিন্তু সেই কাজ করতে গিয়ে যেন ছন্নছাড়া ফরচুন বরিশাল। নাজমুল হোসেন শান্তর ওয়ানডে মেজাজে ব্যাটিং শুধুই পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। তারপরও দলীয় একশোও ছুঁতে পারেনি সাকিব আল হাসানের দল। ৬৩ রানে জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেল চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় জয়। 

১৫৯ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই দিশেহারা বরিশাল। প্রথম ওভারের শেষ বলে তানভির ইসলাম ফিরিয়ে নেন কোন রান না করা সৈকত আলীকে। তিনে নেমে সাকিব আল হাসান উল্টো আরও দলকে বিপদে ফেলে প্যাভিলিয়নে ফেরেন।

৭ রানে ২ উইকেট হারানো বরিশালের হয়ে এরপর জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। তবে দলীয় ৩৪ রানে হৃদয়কে ১৯ রানে বোল্ড করেন করিম জানাত। এরপর ক্রিস গেইলকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন নাহিদুল।

১০ ওভারে ৪৫ রানে ৪ উইকেট হারানো দলটি এরপর আর ম্যাচে ফিরতে পারেনি। নুরুল হাসান ১৭ রানে ফেরার পর ব্রাভো ০, জিয়া ০, নাঈম ০, লিনটট ৮ রানে আউট হলে ১০০'র আগে অল আউট হওয়ার শঙ্কায় পড়ে বরিশাল।

শেষ ব্যাটসম্যান হিসেবে ওপেনিংয়ে নামা শান্ত ৪৭ বলে ৩৬ রানে মুস্তাফিজুর রহমানকে উইকেট ছুঁড়ে দিলে ৯৫ রানে থামে বরিশালের ইনিংস। ৪ ওভারে এক মেইডেন ৫ রান দিয়ে ৩ উইকেট নেন নাহিদুল। 

এর আগে প্রথমে ব্যাটিং করে পাওয়ার প্লে'তে দুই বিদেশি ক্যামেরন ডেলপোর্ট ও ফাফ ডু প্লেসিকে হারায় কুমিল্লা। ৪৭ রানে ২ উইকেট হারানো দলটিকে টেনে নেন ইমরুল কায়েস ও মাহমুদুল হাসান জয়।।

ইমরুল ১৫ রানে বাভোর বলে ফিরলেও লড়াই চালাতে থাকেন জয়। তার এবং মুমিনুলের ব্যাটে দলীয় ১০০ রান পার করে বরিশাল। তবে ৪৮ রানে জয় আউট হন লিনটটকে উইকেট দিয়ে।

শেষের দিকে করিম জানাতের ১৬ বলে ২৯ রানের ক্যামিও ইনিংসের ওপর ভর করে ৭ উইকেটে ১৫৮ রানের পুঁজি পায় কুমিল্লা। ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন ব্রাভো। ২৫ রানে ২ উইকেট নেন সাকিব।

সংক্ষিপ্ত স্কোর:

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১৫৮/৭ (জয় ৪৮, জানাত ২৯) (ব্রাভো ৩/৩০)

ফরচুন বরিশাল: ১৭.৩ ওভারে ৯৫ অল আউট (শান্ত ৩৬, হৃদয় ১৯) (নাহিদুল ৩/৫)