বিপিএল

আমরা ভালো ক্রিকেট খেলছি না: তামিম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:43 মঙ্গলবার, 25 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথম দুই ম্যাচে হারের পর নিজেদের তৃতীয় ম্যাচে ফরচুন বরিশালের সঙ্গে জয় পেয়েছিল মিনিস্টার ঢাকা। তবে চতুর্থ ম্যাচে কাগজে-কলমে পিছিয়ে থাকা সিলেট সানরাইজার্সের বিপক্ষে হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। চার ম্যাচের তিনটিতে হারায় পয়েন্ট টেবিলের সেরা চারে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। 

দলে বড় বড় তারকা ক্রিকেটার থাকলেও পারফরম্যান্সে দেখা মিলছে না তার চিত্র। দলের এমন পারফরম্যান্সের কারণ হিসেবে তামিম জানিয়েছেন, তারা ভালো ক্রিকেট খেলছে না। এদিকে অন্যদিনের তুলনায় আজকের উইকেট ভালো ছিল বলে জানান বাঁহাতি এই ওপেনার। 

তামিম বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলছি না, এটাই একটা কারণ। আমার কাছে মনে হয় যে, চারটি ম্যাচেই, এমনকি যে ম্যাচ জিতেছি, ওটাও খুব সৌভাগ্যবশত জিতেছি আমরা। এমন নয় যে খুব ভালো ক্রিকেট খেলেছি। হ্যাঁ, আমাদের বোলিং ভালো ছিল, ব্যাটিং তেমন একটা ভালো ছিল না। এটাই কারণ। এর চেয়ে বেশি কিছু নয়।’

‘আমরা আসলে ভালো ক্রিকেট খেলছি না। এখানে উইকেট বা অন্য কিছুকে দোষ দিয়ে লাভ নেই। আমার মনে হয় যে, অন্য দিনের সকালের ম্যাচের তুলনায় উইকেট আজকে ভালো ছিল। আমরা ভালো ব্যাটিং করিনি।’

প্রথম দুই ম্যাচে হাফ সেঞ্চুরি পেলেও বরিশাল ও সিলেটের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ তামিম। বাঁহাতি এই ওপেনারের মতো অন্যান্য ব্যাটাররাও সেভাবে নিজেদের মেলে ধরতে পারছেন না। জুটি গড়তে না পারায় ভালো ফল করতে পারছে না বলে মনে করেন তামিম।

বাঁহাতি এই ওপেনার বলেন, ‘ব্যাটিং খারাপ হওয়ার পেছনে কারণ… টি-টোয়েন্টি ফরম্যাটই এরকম যে সবাই সবদিন রান করবে না। সাফল্য কম হবে, ব্যর্থতাই বেশি হবে। তবে যখনই কারও সময় আসে বা কেউ যদি ভালো শুরু পায়, নিশ্চিত করতে হবে যেন খেলাটা যতদূর নিয়ে যাওয়া যায়। আমাদের জুটিই হচ্ছে না, এটিই মূল কারণ।’