Connect with us

বোলিং কোচ

গিবসনের জায়গায় বিসিবির পছন্দের তালিকায় চামিন্দা ভাস


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

২০ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হওয়ার কথা ছিল ওটিস গিবসনের। কিন্তু তার আগেই নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন খবর আসে, এই দায়িত্বে চুক্তি নবায়ন করছেন না এই ক্যারিবিয়ান। বরং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতান্সের দায়িত্ব কাঁধে নিয়েছেন তিনি, এছাড়া ইংলিশ কাউন্টির দল ইয়র্কশায়ারের প্রধান কোচের দায়িত্বও পেয়েছেন গিবসন।

গিবসন চুক্তি নবায়ন না করায় আপাতত জাতীয় দলের পেস বোলিং কোচের পদটি খালি আছে। এই মুহূর্তে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, টি-টোয়েন্টি এই টুর্নামেন্ট শেষ হওয়ার ৭দিনের মাথায় শুরু হবে আফগানিস্থান-বাংলাদেশ সিরিজ। তাই এর আগেই নতুন বোলিং কোচ খুঁজে বের করার চেষ্টা করছে বিসিবি।

বোলিং কোচের দায়িত্ব নিতে চামিন্দা ভাসের সঙ্গে আলোচনাও করছে বিসিবি। তবে এই লঙ্কান ছাড়া আরও কয়েকজনের সাথেও আলোচনা চলছে বলে ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন, বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

ক্রিকফ্রেঞ্জিকে জালাল ইউনুস বলেন, 'আমাদের এই মুহূর্তে পেস বোলিং কোচ নেই, সামনে আফগানিস্থান সিরিজ আছে। এই মুহূর্তে আমরা অনেকের সঙ্গেই আলোচনা করছি। এর মধ্যে শ্রীলঙ্কার চামিন্দা ভাসও আছেন এই তালিকায়। তবে এখনও কোন কিছু চূড়ান্ত নয়, সব আলোচনার পর্যায়ে আছে।'

গিবসন বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ ছিলেন। তার অধীনেই ২০১২ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পালন করেন তিনি।

ইংলিশ ক্রিকেটের দুই কিংবদন্তি পেসার জিমি অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের ক্যারিয়ারে গিবসনের বড় আবদান ছিল। ইংল্যান্ড দলের দায়িত্ব ছেড়ে গিবসন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ ছিলেন ২০১৭ থেকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ২০১৬ সালে শুরু হয় ভাসের কোচিং ক্যারিয়ার। সে বছর জানুয়ারি মাসে আয়ারল্যান্ড দলের পেস বোলিং কোচের দায়িত্ব পান তিনি। এরপর কাজ করেছেন শ্রীলঙ্কা দলের সঙ্গেও। এই মুহূর্তে দলটির বোলিং কোচের দায়িত্বে আছেন এই লঙ্কান। 

সর্বশেষ

২২ মে, রবিবার, ২০২২

ঢাকা টেস্টে কতজন পেসার খেলবেন, ধোয়াশা রাখলেন মুমিনুল

২২ মে, রবিবার, ২০২২

দেড় কোটির হাঙ্গারগেকারকে কোনো ম্যাচ না খেলানোর ব্যাখ্যা দিলেন ধোনি

২২ মে, রবিবার, ২০২২

সিঙ্গাপুরের প্রধান কোচের দায়িত্বে সালমান বাট

২২ মে, রবিবার, ২০২২

মোসাদ্দেক খেললে ওর ভূমিকা ভিন্ন হবে: মুমিনুল

২২ মে, রবিবার, ২০২২

তবুও পান্তের পক্ষেই সাফাই গাইছেন পন্টিং

২২ মে, রবিবার, ২০২২

এখনই নিজের শেষ দেখছেন না রোহিত

২১ মে, শনিবার, ২০২২

কাউন্টিতে স্বপ্ন সত্যি হয়েছে হাসানের

২১ মে, শনিবার, ২০২২

বাংলাদেশ সফরে আসছেন আইসিসি চেয়ারম্যান

২১ মে, শনিবার, ২০২২

আমরা চাই মুস্তাফিজ ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলুক: জালাল ইউনুস

২১ মে, শনিবার, ২০২২

আর্চারের দীর্ঘ ফরম্যাটের ক্যারিয়ার নিয়ে শঙ্কা দেখছেন পিটারসেন

আর্কাইভ

বিজ্ঞাপন