promotional_ad

১০ রানে ৪ উইকেট তুলে নিয়েও জিততে না পেরে হতাশ সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মিনিস্টার ঢাকার বিপক্ষে আগে ব্যাট করে ১২৯ রান সংগ্রহ করেছিল ফরচুন বরিশাল। এরপর ১০ রানের মধ্যে মিনিস্টার ঢাকার ৪ উইকেট তুলে নিয়ে বোলিংয়েও দারুণ শুরু করেছিলেন বরিশালের বোলাররা।


যদিও শেষ পর্যন্ত এই ম্যাচে ঢাকার কাছে ৪ উইকেটে হেরেছে বরিশাল। ম্যাচ শেষে সাকিব আল হাসান জানিয়েছেন, এই ম্যাচে জেতা উচিত ছিল তাদের। শেষ পর্যন্ত জিততে না পারায় হতাশ তিনি।


promotional_ad

এ প্রসঙ্গে সাকিব বলেন, 'আমার মনে হয় আমরা ব্যাট হাতে ভালো করেছি। দ্বিতীয় ভাগে উইকেট কিছুটা ভালো ছিল। আমার ধারণা ১০ রান বেশি হলে ভালো হতো আমাদের জন্য। ১০ রানে ৪ উইকেট তুলে নেয়ার পর ম্যাচটি আমাদের জেতা প্রয়োজন ছিল।'


দ্রুত টপ অর্ডারের ৪ উইকেট হারালেও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ৪৭, শুভাগত হোমের ২৯ ও আন্দ্রে রাসেলের অপরাজিত ৩১ রানে স্বাচ্ছন্দ্যের জয় পেয়েছে ঢাকা। রান কম হওয়ায় অবশ্য এই ম্যাচে ব্যাটারদের দোষ দেখছেন না সাকিব।


বিপিএলের এবারের আসরে দিনের ম্যাচগুলোতে রান কিছুটা কম হচ্ছে। আর রাতের ম্যাচগুলোতে বেশি রান হচ্ছে। সাকিব আশাবাদী মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রাতের ম্যাচে তাদের ব্যাটাররা বড় রান করবেন।


সাকিব বলেন, 'দিনের ম্যাচগুলোতে সাধারণত ম্যাচ কম হচ্ছে। দিনে হওয়া তিনটি ম্যাচেই দেখতে পেয়েছি লো স্কোরিং। এজন্য আমরা আমাদের ব্যাটারদের দিকে আঙুল তুলতে পারি না। রাতের খেলাগুলোতে বড় স্কোর হচ্ছে। আগামীকাল রাতে আমাদের ম্যাচ আছে। আশাকরি আমাদের ব্যাটাররা বড় রান করতে পারবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball