promotional_ad

যারা আক্রমণাত্মক খেলে, তাদের বোলিং করতে ভালো লাগে: নাসুম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঢাকার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন নাসুম আহমেদ। নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে চট্রগ্রাম চ্যালেঞ্জার্সের জয়ের নায়ক তিনি। ম্যাচ শেষে নাসুম জানিয়েছেন, আক্রমণাত্মক ব্যাটারদের বিপক্ষে বোলিং করতে বেশি পছন্দ করেন তিনি।


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপ ঢাকার। তামিম ইকবাল - মোহাম্মদ শাহজাদের মতো অভিজ্ঞ ওপেনারদের বিপক্ষে পাওয়ার প্লেতে বোলিং করে দুই ওভারে মাত্র তিন রান দেন নাসুম।


promotional_ad

এরপর ইনিংসের গুরুত্বপূর্ণ মুহূর্তে বোলিংয়ে এসে শিকার করেছেন গুরুত্বপূর্ণ তিন উইকেট। যেখানে আন্দ্রে রাসেল আর মাহমুদউল্লাহ রিয়াদকে সাজঘরে ফিরিয়ে দলকে জয়ের কক্ষপথে রাখেন নাসুম। 


ম্যাচ শেষে তিনি বলেন, 'আমি টি-টোয়েন্টিতে বোলিং করতে উপভোগ করি। বিশেষ কয়রে পাওয়ার প্লেতে। যারা বেশি আক্রমণাত্মক খেলে, তাদের বোলিং করতে আমার বেশি ভালো লাগে। কারণ আমি তাদের পড়তে পারি। এটা আমার ভালো লাগে।'


আজকের ম্যাচের দুই স্পেলেই দুর্দান্ত ছিলেন নাসুম। প্রথম স্পেলে দুই ওভারে ৩ রান দিয়েছিলেন। আর নিজের কোটার শেষ দুই ওভারে দিয়েছেন ৭ রান। শেষ পর্যন্ত চার ওভারে ৯ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন তিনি। যেখানে তিনি ওভার প্রতি রান দিয়েছেন ২.২৫ করেয়রে


নিজের বোলিং প্রসঙ্গে নাসুম বলেন, 'আলহামদুলিল্লাহ, বোলিং আমি খুব উপভোগ করেছি। কারণ আমি রান কম দিয়েছি, এটা আমার ভালো লেগেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball