আইপিএল

অ্যাশেজে হারের জন্য আইপিএলকে দায়ী করা ঠিক নয়: মরগান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:04 মঙ্গলবার, 18 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যাশেজ সিরিজে ৪-০ ব্যবধানে হারের পর ইংলিশ ক্রিকেটারদের অনেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর থেকে নাম সরিয়ে নিয়েছেন।

অনেক সাবেক ক্রিকেটারও ইংল্যান্ডের ভরাডুবির কারণ হিসেবে আইপিএলকে দায়ী করেছেন। যদিও এর সঙ্গে একমত নন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগান।

এক ভিডিও সাক্ষাৎকারে মরগান বলেছেন, ‘যারা এটাকে (আইপিএল) অজুহাত হিসেবে ব্যবহার করছে তারা ক্রিকেট দেখে না। টেস্ট ম্যাচ ক্রিকেটকে বরাবরই অগ্রাধিকার দেওয়া হয়েছে।’

আইপিএলের সঙ্গে অনেকে ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট দ্য হান্ড্রেডকেও দায়ী করেছেন। মরগান মনে করেন টেস্টের ব্যর্থতার জন্য সাদা বলের ক্রিকেটকে দোষারোপ করা হাস্যকর।

তিনি বলেন, ‘হান্ড্রেডের দিকে আঙুল তোলা হাস্যকর। লোকেদের দোষ দেওয়ার কিছু দরকার। অ্যাসেজে হারের জন্য সাদা বলকে দোষ দেওয়া ঠিক নয়।’

অ্যাশেজ শেষেই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড গাওয়ার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দিকে আঙুল তুলেছিলেন। বিটি স্পোর্টের এক আলোচনায় তিনি ব্যর্থতার দায়ে আইপিএলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন।