ইন্ডিপেনডেন্স কাপ

ইন্ডিপেনডেন্স কাপের চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:47 শনিবার, 15 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বিসিবি সাউথ জোনকে ছয় উইকেটে হারিয়ে ইন্ডিপেনডেন্স কাপের শিরোপা জিতেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। আগে ব্যাটিং করে মাত্র ১৬৩ রানে গুঁটিয়ে যায় সাউথ জোনের ইনিংস। এরপর ৪২.৩ ওভারে তা অতিক্রম করে সেন্ট্রাল জোন।

সাউথ জোনের হয়ে ইনিংস সর্বোচ্চ ৩৫ রান আসে পিনাক ঘোষের ব্যাটে। নাহিদুল ইসলামের ব্যাটে আসে ৩১ রান। অমিত হাসান করেন ২৯ রান।

সেন্ট্রাল জোনের হয়ে তিনটি উইকেট নেন রবিউল হক। দুটি করে উইকেট নেন মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, হাসান মুরাদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৫ রান তোলেন সেন্ট্রাল জোনের দুই ওপেনার সৌম্য সরকার ও মিজানুর রহমান। সৌম্য ২১ রান করে নাসুম আহমেদের বলে ফিরে গেলে এই জুটি ভাঙে।

এরপর আব্দুল মজিদ ১ ও মোহাম্মদ মিঠুন ৪ রানে ফিরে যান। ৭৬ রানের মধ্যে চার উইকেট হারায় সেন্ট্রাল জোন। এরপর আর কোনো বিপত্তি ঘটতে দেননি অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও আল আমিন।

মোসাদ্দেক ৫৩ ও আল আমিন ১৩ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে নেন। ফলে বাংলাদেশ ক্রিকেট লিগের পর ইন্ডিপেনডেন্স কাপের শিরোপাও নিশ্চিত হয় সেন্ট্রাল জোনের।