বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

ক্ষুধা মিটছেই না বোল্টের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:38 সোমবার, 10 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রাইস্টচার্চে কিউই পেসারদের সামনে অসহায় ছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ১২৬ রানের বেশি করতে পারেনি মুমিনুল হকের দল। যেখানে সাদমান ইসলাম-নাজমুল শান্তদের রীতিমতো পেস আগুনে পুড়িয়েছেন ট্রেন্ট  বোল্ট। এই বাঁহাতি পেসার পাঁচ উইকেট শিকারের পাশাপাশি সাদা পোশাকের ক্রিকেটে চতুর্থ কিউই বোলার হিসেবে তিনশ উইকেট শিকারের কীর্তি গড়েছেন। অভিজ্ঞ এই পেসার সামনে দিনে আরও পরিশ্রমী হতে চান।

নিউজিল্যান্ডের দুর্দান্ত পেসে ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ১৩ রান তুলতেই চার উইকেট হারায় তারা। টাইগারদের প্রথম সারির চার ব্যাটারের উইকেট ভাগাভাগি করেছেন টিম সাউদি-বোল্ট জুটি।

এরপর লিটন দাস আর মেহেদী হাসান মিরাজকেও ফিরিয়েছেন বোল্ট। আর শেষ দিকে শরিফুল ইসলামকে বোল্ট করে ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন তিনি। 

তিনশ'র মাইলফলক নিয়ে তিনি বলেন, 'অবশ্যই এটা অনেক বড় পাওয়া। তবে সামনের দিনে হয়তো কেউ এটা ছাড়িয়ে যাবে। এটি আপনাকে আরও পরিশ্রমী করে তুলবে এবং গর্বিত করবে। আজ বিকেলে সাউদিকে সঙ্গী হিসেবে পাওয়া বিশেষ কিছু ছিল।'

বোল্টের আগে টেস্টে আরও তিন কিউই বোলার তিনশ উইকেটের মাইলফক ছুঁয়েছেন। এই তালিকায় ড্যানিয়েল ভেটরি, স্যার রিচার্ড হ্যাডলির সঙ্গে আছেন টিম সাউদি।

বোল্ট বলেন, 'ভেটরি এবং স্যার রিচার্ড হ্যাডলির  মতো নামের সঙ্গে যুক্ত হওয়া আমার জন্য বিশেষ কিছু। টেস্ট ম্যাচ জেতা এবং সিরিজে ফেরাটাও দারুণ হবেশ।অবশ্যই এই মুহূর্তে এটাই প্রধান লক্ষ্য।'