বিসিএল

নাইমের অলরাউন্ড পারফরম্যান্সে নর্থ জোনের কাছে মুস্তাফিজদের হার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:19 রবিবার, 09 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সাদা পোশাকের পর সিলেট ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণের টুর্নামেন্ট ইন্ডিপেন্ডন্স কাপ। সিলেটের একাডেমি মাঠে নিজেদের প্রথম ম্যাচে নাইম ইসলামের অলরাউন্ড পারফরম্যান্সে বিসিবি সাউথ জোনকে ৮ উইকেটে হারিয়েছে বিসিবি নর্থ জোন।

সিলেটের একাডেমি মাঠে এদিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বিসিবি নর্থ জোনের অধিনায়ক মার্শাল আইয়ুব। বোলিংয়ে নেমে সাউথ জোনের ব্যাটারদের চেপে ধরেন নর্থ জোনের বোলাররা।

দলটির হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেছেন চারে নামা তৌহিদ হৃদয়। ওপেনার পিনাক ঘোষের ব্যাট থেকে এসেছে ৪৭ রান। এ ছাড়া আর কোনো ব্যাটার ২০ রানের গণ্ডি পেরোতে পারেননি।

তাতে ৪২.৪ ওভারে ১৬২ রানে অল আউট হয় বিসিবি সাউথ জোন। বিসিবি নর্থ জোনের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন পেসার শফিকুল ইসলাম এবং স্পিনার সানজামুল ইসলাম। এ ছাড়া নাইম নিয়েছেন দুটি উইকেট। 

জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভার ও ৮ উইকেট হাতে থাকতেই ম্যাচ জিতে নেয় বিসিবি নর্থ জোন। ৯ চারের সাহায্যে ৮৪ বলে অপরাজিত ৬৬ রান করে ম্যাচ সেরা হয়েছেন নাইম। এদিকে ৫টি চার ও ৪ টি ছক্কায় ৫৪ বলে ৫৪ রান করেছেন পারভেজ হোসেন ইমন। অধিনায়ক মার্শাল অপরাজিত ছিলেন ৩২ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

বিসিবি সাউথ জোন- ১৬২/১০ (৪২.৪ ওভার) (পিনাক ৪৭, হৃদয় ৫৫, জাকির ১১, নাহিদুল ১৭*; শফিকুল ৩/২৯, সানজামুল ৩/৩৯, নাইম ২/২৯)

বিসিবি নর্থ জোন- ১৬৩/২ (৩১ ওভার) (ইমন ৫৪, নাইম ৬৬*, মার্শাল ৩২*; মেহেদী ১/১৩)