promotional_ad

অ্যাশেজ থেকে ছিটকে গেলেন বাটলার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চোটে পড়ে অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেলেন জস বাটলার। হোবার্ট টেস্টে খেলার সময় আঙুলের চোটে পড়েন তিনি। খুব শীঘ্রই দেশে ফেরার কথা রয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারের।


চলমান অ্যাশেজে ইতোমধ্যেই সিরিজ হেরেছে ইংল্যান্ড। দল হিসেবে একেবারেই সুবিধা করতে পারেনি ইংলিশরা। এর মধ্যেই আবার বাটলারের মতো অভিজ্ঞ ব্যাটারের ইনজুরি কিছুটা হলেও ভুগাবে দলকে। তার ছিটকে যাওয়াকে হতাশাজনক বলছেন জো রুট। 


promotional_ad

ইংল্যান্ডের অধিনায়ক বলেন, 'বাটলার দেশে ফিরে যাচ্ছে। এটা বেশ বাজে চোট। এটা সত্যিই দল এবং তার জন্য হতাশাজনক। কিন্তু এটা টেস্ট ক্রিকেটের একটা অংশ। মাঝে মাঝে আপনাকে এসব মেনে নিতে হবে।'


সিরিজের চতুর্থ টেস্টে খেলার সময় বৃদ্ধাঙুলিতে চোট পান বাটলার। এরপর হাতে ব্যথা নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছেন তিনি। কিন্তু চোট গুরুতর হওয়ায় তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।


সিরিজের প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরেছিল ইংল্যান্ড। সিরিজ হারের পর অবশ্য চতুর্থ ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছে ইংলিশরা। সিডনি টেস্ট ড্র করে হোয়াইটওয়াশ এড়িয়েছে রুটের দল।


বাটলার না থাকায় হোবার্টে অভিষেক হতে পারে ৩০ বছর বয়সী উইকেটরক্ষক স্যাম বিলিংসের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball