promotional_ad

কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে মূল দলে নেই জাহানারা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইসিসি কমনওয়েলথ গেমস কোয়ালিফায়ারের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূল দলে জায়গা হয়নি পেসার জাহানারা আলমের।


যদিও স্ট্যান্ড-বাই তালিকায় আছেন জাহানারা। তার সঙ্গে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে নুজহাত তাসনিয়া ও খাদিজা তুল কুবরা।


কমনওয়েলথ গেমসের কোয়ালিফায়ারে বাংলাদেশ নারী দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। আগামী ৮ জানুয়ারি কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশের মেয়েরা।


আগামী জুলাই-আগস্টে ইংল্যান্ডের বার্মিংহ্যামে অনুষ্ঠিত হবে এবারের কমনওয়েলথ গেমস। এই আসরে ক্রিকেট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।


promotional_ad

দল ঘোষণার পর নারী দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম বলেছেন, 'আমরা এই টুর্নামেন্টের জন্য একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড দিয়েছি এবং আমরা মানদণ্ড অনুযায়ী ক্রিকেটারদের বাছাই করেছি। আমার মনে হয় তরুণ প্রতিভাবানদের সুযোগ দেয়ার এটা ভালো কটি মঞ্চ। আমাদের ভবিষ্যতের জন্যও চিন্তা করতে হবে।'


বাংলাদেশ স্কোয়াড-


নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক পিঙ্কি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আকতার, শারমিন আকতার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মুস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আকতার মেঘলা ও সুরাইয়া আযমিম।


স্ট্যান্ড বাই-


জাহানারা আলম, নুজহাত তাসনিয়া, খাদিজা তুল কুবরা।



STAND BY: Jahanara Alam, Nuzhat Tasnia, Khadiza-Tul Kubra



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball