বিসিএল ২০২১-২২

মিঠুনের দ্বিশতকে ফলো-অনের শঙ্কা কাটিয়ে সেন্ট্রাল জোনের লিড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:30 মঙ্গলবার, 04 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

দ্বিশতক হাঁকিয়ে দলকে ফলো-অনে পড়ার শঙ্কা থেকে উল্টো লিড এনে দিয়েছেন মোহাম্মদ মিঠুন। তার এবং শুভাগত হোমের ২৮৩ রানের জুটিতে শুধু ম্যাচেই ফেরেনি সেন্ট্রাল জোন, বরং সাউথ জনের বিপক্ষে ৫১ রানের লিড নিয়ে অল আউট হয়েছে ৪৩৮ রানে।

১৬ রানে ৪ উইকেট হারানো সেন্ট্রাল জোনের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন শুভাগত হোমও। মিঠুন ২০০'র ঘরে গেলেও এই অলরাউন্ডার ফিরেছেন ১১৬ রানে। এছাড়া জাকের আলী করেন ৫৩। শেষ বিকেলে ২০৬ রানে রিশাদের বলে লেগ বিফরের ফাঁদে পড়েন মিঠুন।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় দিন ৪ উইকেটে ১৮৪ রান নিয়ে খেলা শুরু করে ওয়ালটন সেন্ট্রাল জোন। মিঠুন ১০২ ও শুভাগত অপরাজিত ছিলেন ৬৭ রানে। দুজনে আগেরদিন অবিচ্ছেদ্য ছিলেন ১৬৮ রানের জুটিতে। ব্যাটিংয়ে নেমে দুজনে সেটিকে টেনে নেন আরও অনেক দূর।

যোগ করেন ১১৫ রান, সবমিলিয়ে জুটি ২৮৩ রানের। শেখ মেহেদী হাসানের শিকার হয়ে ২১৯ বলে ১২ চারে ১১৬ রান করা শুভাগত আউট হলে ভাঙে জুটি। প্রথম সেশনের ঠিক আগে সেঞ্চুরি হাঁকানোর পর আউট হন এই অলরাউন্ডার। দলীয় ২৯৯ রানে শেখ মেহেদির বলে লেগ বিফরের ফাঁদে পড়েন তিনি।

সঙ্গী হারালেও রানের চাকা সচল রাখেন মিঠুন। জাকের আলীর সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন এই ব্যাটসম্যান। আগেই পৌঁছে যান ব্যক্তিগত ১৫০ রানেও। এরপর তুলে নেন ডাবল সেঞ্চুরি। তবে ব্যক্তিগত ২০৬ রানে গিয়ে আউট হন তিনি। ৭ ঘন্টা ৪১ মিনিট ব্যাটিং করে ২৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ইনিংসটি সাজান এই ওপেনার। 

এরপর জাকের আলী এবং রবিউল হক মিলে সেন্ট্রাল জোনকে ৪০০ রানের পুঁজি এনে দেন। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে জাকির বিদায় নিলে ৪৩৮ রানে অল আউট হয় দলটি। ফরহার রেজা এবং কামরুল ইসলাম রাব্বি নেন ৪টি করে উইকেট।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দলীয় ৬ রানেই এনামুল হক বিজয়ের উইকেট হারিয়ে বসে সাউথ জোন। ০ রানে ফেরেন তিনি। এরপর হাল ধরেন অমিত মজুমদার ও পিনাক ঘোষ। তাদের ব্যাটে ভর করেই ৪৩ রানে দিন শেষ করে সাউথ জোন। এর আগে প্রথম ইনিংসে ৩৮৭ রানে অল আউট হয়েছিল দলটি।

সংক্ষিপ্ত স্কোর:

বিসিবি সাউথ জোন (প্রথম ইনিংস): ৩৮৭/১০ (১১১.৩ ওভার) (জাকির হাসান ১০৭*, ফরহাদ রেজা ৭১) (হাসান মুরাদ ৫/১০১)

ওয়ালটন সেন্ট্রাল জোন (প্রথম ইনিংস): ৪৩৮/১০ (১২৭.৪ ওভার) (মোহাম্মদ মিঠুন ২০৬, শুভাগত হোম ১১৬) (ফরহাদ রেজা ৪/৫৩, কামরুল ইসলাম রাব্বি ৪/৭০)

বিসিবি সাউথ জোন (দ্বিতীয় ইনিংস): ৪৩/১ (১১ ওভার) (অমিত হাসান ২০*, পিনাক ঘোষ ২২*) (হাসান মুরাদ ১/৯)