নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ

শেষ দিনে মাঠে নামা হচ্ছে না জয়ের, হাতে তিনটি সেলাই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:43 মঙ্গলবার, 04 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

চলমান মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন খেলা শুরুর আগে ফিল্ডিং অনুশীলন করার সময় ইনজুরিতে পড়েন মাহমুদুল হাসান জয়। চতুর্থ দিনের খেলা শেষে জানা গেলো, জয়ের আঙুলে তিনটি সেলাই পড়েছে। ফলে এই টেস্টে আর খেলা হচ্ছে না জয়ের।

অন্তত ৭ থেকে ১০ দিনের পর্যবেক্ষণে থাকতে হবে জয়কে। যার কারণে চলমান টেস্ট তো বটেই, ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া ক্রাইস্টচার্চ টেস্টেও জয়ের খেলা অনিশ্চিত। তার ইনজুরির ব্যাপারে নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্ট।

এক ভিডিও বার্তায় ফিজিও বায়োজিদ ইসলাম বলেছেন, 'মাহমুদুল হাসান জয় আজকে ফিল্ডিং করার সময় ওর আঙুলে একটি ইনজুরি হয়েছে। তার তিন ও চার নম্বর আঙুলের মাঝে। আমাদের ডাক্তার এখানে যিনি ছিলেন তিনি সেটাকে সেলাই করে দিয়েছেন। তিনটি সেলাই পড়েছে ওর হাতে। ৭- ১০ দিন ওকে আমরা পর্যবেক্ষণে রাখছি। ওষুধ দিয়ে দেয়া হয়েছে।'

প্রথম ইনিংসে ২২৮ বলে ৭৮ রানের ইনিংস খেলেছিলেন জয়। তার অসাধারণ ইনিংসে তাল মিলিয়ে বাংলাদেশ করে ৪৫৮ রান। বাংলাদেশ লিড পায় ১৩০ রানের। বাকি কাজটা করেছেন তাসকিন আহমেদ-এবাদত হোসেনরা।

সেটা দারুণভাবেই করে দেখিয়েছেন পেসাররা। বিশেষ করে এবাদতের এক স্পেলে লন্ডভন্ড হয়ে গিয়েছে নিউজিল্যান্ডের মিডল অর্ডার। একাই ৪ উইকেট তুলে নিয়ে দিন শেষ করেছেন ডানহাতি এই পেসার।

দিন শেষে ৫ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১৪৭ রান। ৫ উইকেট হাতে থাকা কিউইদের লিড মাত্র ১৭ রানের। তাই শেষ দিন বড় কিছুর অপেক্ষায় এখন বাংলাদেশ।