বাংলাদেশ - জিম্বাবুয়ে সিরিজ

স্ট্রাইক রেটে এখনও বাংলাদেশের সেরাদের কাতারে লিটন, বিশ্বাস হৃদয়ের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:27 মঙ্গলবার, 07 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ব্লেসিং মুজারাবানির চতুর্থ স্টাম্পের ব্যাক লেংথ ডেলিভারিতে স্কুপ খেলার চেষ্টায় ব্যর্থ হলেন লিটন দাস। ডানহাতি এই পেসারের বলের স্লোয়ার ডেলিভারিটা ছিল পঞ্চম স্টাম্পে, একই শট খেলার চেষ্টা রান করতে পারলেন না তিনি। টানা দুবার ব্যর্থ হওয়ার পরও স্কুপেই ভরসা রাখলেন লিটন। মুজারাবানির এবার ফুলার লেংথের ডেলিভারিটা করলেন অফ স্টাম্পের একটু বাইরে। তৃতীয়বার ব্যর্থ হওয়া ডানহাতি এই ওপেনার ফিরলেন বোল্ড হয়ে।

সাম্প্রতিক সময়ে লিটনের পারফরম্যান্সটাই যেমন এমন। অনুশীলনে কঠোর পরিশ্রম করলেও ম্যাচে এসে ফল পাচ্ছেন না একদমই। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অবশ্য তার উপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। সতীর্থ হিসেবে তাওহীদ হৃদয়ও একই সুরে লিটনে আস্থা রাখছেন। তরুণ এই ব্যাটারের বিশ্বাস লিটন-নাজমুল হোসেন শান্তরা যেদিন ভালো শুরু করবেন তারা ম্যাচ জিতিয়ে দেবেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে লিটন ও শান্তকে নিয়ে হৃদয় বলেন, ‘ঠিক আছে দু-একটা ইনিংস এদিক সেদিক হতেই পারে। আবার যেদিন ভালো শুরু করবে সেদিন দেখবেন তারাই ম্যাচ জিতিয়ে দিয়েছে। টপঅর্ডারে ব্যাটিং করে তারাই দেখবেন ম্যাচে একদিন ১০০ বা আমাদের জন্য অবদান রাখবে।

জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ম্যাচে ওপেন করলেও প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি লিটন। প্রথম টি-টোয়েন্টিতে মুজারাবানির গুড লেংথে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে ১ রানে বোল্ড হয়েছিলেন বলের লাইন মিস করে। পরের ম্যাচে ভালো শুরুর আভাস দিলেও শেষ পর্যন্ত খেলেছেন ২৫ বলে ২৩ রানের ইনিংস। সিরিজ জেতা ম্যাচে লিটনের ব্যাট থেকে এসেছে ১৫ বলে ১২ রান। তিন ম্যাচের কোনটিতেই একশ পার হওয়া স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেননি ডানহাতি এই ব্যাটার।

প্রথম ম্যাচে ৩৩.৩৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করা পরের দুই টি-টোয়েন্টিতে খেলেছেন যথাক্রমে ৯২ এবং ৮০ স্ট্রাইক রেটে। যার ফলে লিটনের ব্যাটিংয়ের ধরনের সঙ্গে স্ট্রাইক রেট নিয়েও প্রশ্ন উঠছে। এখানেও হৃদয়কে পাশে পাচ্ছেন ডানহাতি এই ওপেনার। হৃদয় জানান, এখনও খুঁজে দেখলে দেখা যাবে বাংলাদেশের সেরাদের কাতারেই আছেন লিটন। হৃদয়ের কথার সত্যতা মিলেছে পরিসংখ্যান ঘাটতে গিয়ে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১ হাজারের বেশি রান করেছেন সাত ব্যাটার।

এক হাজার রান করেছেন এমন ব্যাটারদের মাঝে সবচেয়ে বেশি ১২৮.৪৯ স্ট্রাইক রেট লিটনের। ১২২.৪০ স্ট্রাইক রেট নিয়ে দুইয়ে আছেন সাকিব আল হাসান। এদিকে ৫০০ রান করেছেন এমন ব্যাটারদের বিবেচনায় নিলেও লিটনের চেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেননি আর কেউ। কমপক্ষে ৩০০ রান করেছেন এমন শর্তে লিটন আছেন তিন নম্বরে। তার উপরে আছেন কেবল মাশরাফি বিন মুর্তজা এবং হৃদয়। যেখানে তরুণ হৃদয় ১৩৬.১২ এবং মাশরাফি ব্যাটিং করেছেন ১৩৬.১০ স্ট্রাইক রেটে।

সমালোচনারজবাব দিতে গিয়ে লিটনের স্ট্রাইক রেট নিয়ে হৃদয় বলেন, ‘দেখেন কেউ তো ইচ্ছা করে উইকেট দিয়ে আসে না। লিটন ভাই বা যারা টপঅর্ডাররা খেলে তারা চেষ্টা করছে নিজের সেরাটা দিয়ে। একটা ক্রিকেটার সবসময় ভালো খেলবেন না। লিটন ভাই….উনি কি ক্রিকেটার বা উনার স্ট্রাইকরেট নিয়ে অনেক কথা হচ্ছে শুনতেছি। আসলে খুঁজলে দেখা যাবে উনার স্ট্রাইক রেট এখনও বাংলাদেশের কয়েকজনের ভেতরে আছে মনে হয়, দুই তিনজনের ভেতরে।’

‘আসলে বিশ্বের যত বড় ব্যাটারই হোক সে প্রতিটা ম্যাচ বা সিরিজে ভালা করবে না। আশা করছি যে যারা ভালো করছেন না তারা খুব দ্রুত ফিরবেন। একটা ইনিংস ভালো করলেই ফিরবেন। এমনও হতে পারে খুব বড় খেলায় দেখা যাচ্ছে খেলার সিনারিও চেঞ্জ করে দেবেন। আমাদের সবার বিশ্বাস রাখতে হবে, বিশ্বাসটা হারালে হবে না।’