বিসিএল ২০২১-২২

রেজার অলরাউন্ড নৈপুণ্যের দিনে মিঠুনের সেঞ্চুরি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:34 সোমবার, 03 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

শুরুর ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ওয়াল্টন সেন্ট্রাল জোন। ১৬ রানে ৪ উইকেট হারালেও মোহাম্মদ মিঠুনের সেঞ্চুরিতে চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে বিসিবি সাউথ জোনকে ভালোই জবাব দিচ্ছে দলটি। মিঠুন ছাড়া ৬৭ রানে ক্রিজে আছেন শুভাগত হোম। যদিও এখনও ২০৩ রানে পিছিয়ে আছে তারা।

দ্বিতীয় দিন ৫ উইকেটে ২৬১ রান নিয়ে খেলতে নেমে হাফ সেঞ্চুরি তুলে নেন ফরহাদ রেজা ও জাকির হাসান। তবে দলীয় ৩০০ রানে ব্যক্তিগত ৭১ রানে আবু হায়দারের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন ফরহাদ। এরপর রিশাদ হোসেনকে নিয়ে রানের চাকা সচল রাখেন জাকির।

তরুণ এই লেগ স্পিনারকে সঙ্গে নিয়ে ৫২ রানের জুটি গড়েন জাকির। দলীয় ৩৫২ রানে রিশাদ ফেরেন হাসান মুরাদের পঞ্চম শিকার হয়ে। এরপর নিচের সারির ব্যাটসম্যানদের সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন জাকির।

এর মাঝে সেঞ্চুরিও তুলে নেন এই ব্যাটসম্যান। তবে দলীয় ৩৮১ রানে নাসুম ও ৩৮৭ রানে মেহেদি হাসান রানা ও কামরুল ইসলাম রাব্বি বিদায় নিলে ৩৮৭ রানে থামে সাউথ জোনের ইনিংস। ১০৭ রানে অপরাজিত থাকেন জাকির।

জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে সাউথ জোনের বোলারদের তোপের মুখে পড়ে সেন্ট্রাল জোন। স্কোরবোর্ডে ১৬ রান তুলতেই দলটি হারিয়ে বসে ৪ ব্যাটসম্যানকে। দ্বিতীয় ওভারে দলীয় ২ রানে আব্দুল মজিদকে তার প্রথম বলেই বিদায় করেন ফরহাদ রেজা।

এরপর দলীয় ১০ রানে সৌম্য সরকারকেও লেগ বিফরের ফাঁদে ফেলেন এই পেসার। দ্রুত ২ উইকেট তুলে নিয়ে থেমে যাননি ফরহাদ। তুলে নেন সালমান হোসেন ও তাইবুর রহমানের উইকেটও। ১৬ রানে ৪ উইকেট হারানো দলটির হাল ধরেন শুভাগত হোম এবুং মোহাম্মদ মিঠুন।

তাদের ব্যাটে ভর করে আর কোন উইকেট না হারিয়ে চা বিরতিতে যায় সেন্ট্রাল জোন। বিরতির পর ব্যাটিং করতে নেমে দারুণ ব্যাটিং করেন দুজন। প্রতিপক্ষের বোলারদের আর কোন সুযোগ না দিয়ে উল্টো আক্রমণ করেন তারা।

দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। মাইলফলকে পৌঁছেও থেমে যাননি তারা। শেষ বিকেলে শেষে ১৪৭ বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নেন মিঠুন। শেষ পর্যন্ত মিঠুন অপরাজিত থাকেন ১০২ রানে, শুভাগতর রান ৬৪। ৫৩ ওভার শেষে দলীয় রান ১৮৪।

সংক্ষিপ্ত স্কোর:

বিসিবি সাউথ জোন: ১১১.৩ ওভারে ৩৮৭ অল আউট (জাকির হাসান ১০৭*, ফরহাদ রেজা ৭১) (হাসান মুরাদ ৫/১০১)

ওয়াল্টন সেন্ট্রাল জোন: ৫৩ ওভারে ১৮৪/৪ (মোহাম্মদ মিঠুন ১০২*, শুভাগত হোম ৬৭*) (ফরহাদ রেজা ৪/৩১)