আশরাফুল-নান্নুর দ্বন্দ্ব

আশরাফুলকে সরাসরি আক্রমণ করা ঠিক হয়নি: জালাল ইউনুস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:58 সোমবার, 03 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে একটি বেসরকারি টেলিভিশনের লাইভে এসে 'দেশদ্রোহী' আখ্যা দিয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু। এরপর আশরাফুলও ফেসবুক লাইভে এসে নান্নুর এমন আচরণের প্রতিবাদ করেছেন।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, আশরাফুল সাবেক অধিনায়ক এ ছাড়া তিনি এখনও খেলছেন তাকে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক হয়নি। এই বিষয়টি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন বিসিবির এই কর্মকর্তা।

জালাল ইউনুস বলেন, ‘সে (আশরাফুল) একজন বর্তমান খেলোয়াড়, আবার সাবেক অধিনায়কও অবশ্যই। যেহেতু সে এখনো আমাদের অধীনে খেলছে সেহেতু এভাবে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক হয়নি। আমি শুনেছি এটা যেটা হয়েছে, এটা নিয়ে আমাদের আলাপও হয়েছে। দেখা যাক, এটা নিয়ে আমরা বোর্ড সভাপতির সাথে আলাপ করবো।’

শুধু আশরাফুল নন কাউকেই এমনভাবে আক্রমণ করা ঠিক নয় বলে জানিয়েছেন জালাল ইউনুস, ‘কারও ব্যাপারেই এভাবে আক্রমণ … আপনি একটা অবস্থানে আছেন বোর্ডের। ঐ জায়গা থেকে এটা না করাটাই ভালো হতো। যেহেতু নির্বাচক প্যানেল আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগের আওতায়, আমরা এটা নিয়ে আজকেও আলাপ করেছি। এখন বোর্ড সভাপতির সাথেও কথা বলবো।’

একটি টেলিভিশন সাক্ষাৎকারে নির্বাচকদের একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করা উচিত বলে মন্তব্য করেছিলেন আশরাফুল। সেই সময় নান্নু বা বাংলাদেশ দলের বাকি দুই নির্বাচকের নাম সরাসরি বলেননি তিনি।

আশরাফুল বলেছিলেন, ‘একই ব্যক্তি একটি কাজ এগারো বছর ধরে করতে থাকলে আপনি ওই জায়গায় আটকে থাকবেন। নির্বাচক প্যানেল এমন হওয়া উচিত, যারাই হবেন তারা ৩-৪ বছরের জন্য দায়িত্ব পাবেন, একটা বিশ্বকাপ থেকে আরেকটা বিশ্বকাপ পর্যন্ত। এভাবে হলে আপনি ভিন্ন কিছু পাবেন, ভিন্ন কিছু ভাবনায় আসবে।’

এরপর একই চ্যানেলের লাইভে এসে আশরাফুলকে ফিক্সার ও দেশদ্রোহী বলে আক্রমণ করেন নান্নু। সেই সাক্ষাৎকারে প্রধান নির্বাচক বলেন, ‘অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক কত বছর ধরে কাজ করেছে সেটার ধারণা আশরাফুলের নাই। অস্ট্রেলিয়া কি ক্রিকেটে পিছিয়ে গিয়েছে। আমাদের সকলেরই জানা উচিত, প্রায় ৯-১২ বছর ধরে কাজ করেছে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক। সেখানে ও (আশরাফুল) বলছে বিশ্বকাপ থেকে বিশ্বকাপ! কোন বিশ্বকাপ? বাংলাদেশ কি শুধু ওয়ানডে বিশ্বকাপ খেলবে, শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে, শুধু টেস্ট ক্রিকেট খেলবে?’

নান্নু আরও বলেন, ‘তাহলে প্ল্যানটা কি ওয়ানডের জন্য একটা, টেস্টের জন্য একটা, টি-টোয়েন্টির এর জন্য একটা নির্বাচক লাগবে? ওর তো কোন গোছানো কথা নাই! যে সমস্ত ক্রিকেটার দেশদ্রোহী হয়ে, ম্যাচ ফিক্সিং করে নিষিদ্ধ হয়, তাদের থেকে তো ভালো কোন পরামর্শ আশা করা যায় না’