অ্যাশেজ সিরিজ

অ্যাশেজ শেষেই নেতৃত্ব নিয়ে ভাববেন রুট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:41 সোমবার, 03 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ইতোমধ্যেই ৩-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ হেরে গিয়েছে ইংল্যান্ড। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে যাওয়ার কারণে সমালোচনায় পড়েছে জো রুটের নেতৃত্ব। ইংলিশ অধিনায়ককে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার পক্ষে মতও দিচ্ছেন অনেকে। এবার মুখ খুললেন রুট। বাকি দুই ম্যাচ শেষেই নিজের টেস্ট অধিনায়কত্ব নিয়ে ভাববেন তিনি।

ব্যাটার হিসেবে গেল বছর দুর্দান্ত কেটেছে রুটের। ২০২১ সালে ১৪ টেস্টে ৬১ গড়ে এক হাজার ৭০৮ রান করেন রুট। যা সাদা পোশাকের ক্রিকেটে এ বছরের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ সংগ্রহ। আর টেস্ট ইতিহাসে এক পঞ্জিকা বর্ষে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

ব্যাটার হিসেবে সফল হলেও রুটের অধিনায়কত্বে গেল বছর একেবারেই ভালো যায়নি ইংল্যান্ডের। ২০২১ সালে খেলা ১৫টি টেস্টের মধ্যে নয়টি টেস্টেই হেরেছে ইংল্যান্ড। যদিও এসব নিয়ে চিন্তিত নন রুট। অ্যাশেজের অবশিষ্ট দুই ম্যাচের পরই নেতৃত্ব নিয়ে পুনরায় ভাববেন তিনি।

রুট বলেন, 'এটা দারুণ চ্যালেঞ্জিং। মাঠে এবং মাঠের বাইরে আমাদের অনেক কিছু নিয়েই নিয়ন্ত্রণ করতে হবে। আমরা নিজেদের সেরাটা দিয়ে এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। এই সফর শেষে আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবব।'

'আমি মনে করি না যে আমাদের দলের মনোযোগের ঘাটতি বিনষ্ট হওয়ার কোনো প্রয়োজন আছে। এটা নিয়ে আমি আমার শক্তির অপচয় করতে চাই না। বাকি দুটি ম্যাচে সর্বোচ্চ কী কী করতে পারি সেটা আমাকে নিশ্চিত করতে হবে। দল আমার কাছ থেকে সেটাই চায়।'

৫ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট। এরপর ১৪ জানুয়ারি শুরু হতে যাওয়া হোবার্ট টেস্টের মধ্য দিয়ে অ্যাশেজ সিরিজ শেষ হবে।