Connect with us

বিগ ব্যাশ ২০২১-২২

করোনার থাবায় বিগ ব্যাশে ৭দিনের বিরতি!


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বৃহস্পতিবার চলমান বিগ ব্যাশে করোনার থাবায় স্থগিত হয়ে যায় মেলবোর্ন স্টার্স এবং পার্থ স্কোরসার্চের ম্যাচ। খবর আসে স্টার্সদের কোচিং স্টাফে একজন আক্রান্ত হয়েছেন। এই খবরের রেশ কাটতে না কাটতেই আরও বড় দুঃসংবাদ শুনতে হল টুর্নামেন্টটিকে।

শুক্রবার সিডনি থান্ডারের ৪ ক্রিকেটার পজিটিভ এসেছেন। এই পরিস্থিতিতে এদিনের অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং থান্ডারের মধ্যকার ম্যাচটিও মাঠে গড়াচ্ছে না। এমনকি অস্ট্রেলিয়ার কয়েকটি গণমাধ্যম দাবি করছেন, চলমান এই টুর্নামেন্টে ৭দিনের বিরতি দেয়া হতে পারে। 

মঙ্গলবার বিগ ব্যাশে মুখোমুখি হয়েছিল সিডনি থান্ডার এবং মেলবোর্ন স্টার্স। কিন্তু বৃহস্পতিবার স্টার্সের একজন করোনা পজিটিভ আসার পরই থান্ডারদের সকলের করোনা পরীক্ষা করা হয়। আর সেখানেই ৪জন করোনা পজিটিভ আসেন।

বৃহস্পতিবার বিগ ব্যাশে লিগের জেনেরাল ম্যানেজার অ্যালিস্টার ডবসন স্টার্স-স্কোরসার্চের ম্যাচ নিয়ে বলেন, 'আমাদের হাতে আর কোন উপায় ছিল না ম্যাচটি স্থগিত করা ছাড়া। টুর্নামেন্টে জৈব সুরক্ষা বলয় রক্ষায় অনেক নিয়ম-কানুন রয়েছে। মূলত সবাইকে নিরাপদ রাখার জন্যই।'

'প্রতিনিয়ত সবকিছু তদারকি করা হচ্ছে প্রত্যেকটি রাজ্যকে করোনামুক্ত রাখার জন্য। নিরাপত্তাই এখন আমাদের প্রধান এববং প্রাথমিক লক্ষ্য। আমরা স্টার্স কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি কিভাবে তাদের সকলকে দ্রুত মাঠে ফিরিয়ে আনা যায়' আরও যোগ করেন তিনি।

করোনাকালে এই প্রথম বিগ ব্যাশে সরাসরিভাবে কোন ম্যাচ স্থগিত হয় বৃহস্পতিবারই। এর আগে সিডনি থান্ডারের স্যাম হোয়াইটম্যান টুর্নামেন্ট শুরুর আগে কয়েকটি ম্যাচ মিস করেছিলেন। কারণ তিনি করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিলেন।

সর্বশেষ

১৩ আগস্ট, শনিবার, ২০২২

বাংলাদেশের ইনিংস ঘোষণা

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

ডারবানের হয়ে খেলবেন লক্ষ্ণৌয়ের ঘরের ছেলে ডি কক-হোল্ডার

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

সবাই চাচ্ছিলো আমি যেন রান করি: বিজয়

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

পাকিস্তানের বিশ্বকাপ পরিকল্পনায় নেই মালিক, জানিয়ে দিলেন বাবর

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

ওয়ানডেতেও ফিরলেন হেটমায়ার

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

এমআই এমিরেটসের হয়ে খেলবেন পোলার্ড-বোল্টরা

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

মরগানের নেতৃত্বে খেলবেন মাশরাফি

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

পুরস্কারের অর্থ লঙ্কান শিশুদের দান করেছেন কামিন্স-ওয়ার্নাররা

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও হারলো আফগানিস্তান

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

জিম্বাবুয়ে সফরে ভারতকে নেতৃত্ব দেবেন রাহুল

আর্কাইভ

বিজ্ঞাপন