যুব এশিয়া কাপ

জয় দিয়ে এশিয়া কাপ শুরু করতে চায় বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:41 বৃহস্পতিবার, 23 ডিসেম্বর, 2021

বৃহস্প্রতিবার (২৩ ডিসেম্বর) পর্দা উঠেছে যুব এশিয়া কাপের। যুবাদের এশিয়ার সেরা হওয়ার এই মিশনে আগামীকাল (শুক্রবার) মাঠে নামছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। এই ম্যাচে নেপালের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করতে চায় বাংলাদেশের যুবারা। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করাটা দলের জন্য গুরুত্বপূর্ণ এমনটাই বলেছেন রকিবুল হাসান।

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। তাই এবার ফেভারিট হিসেবেই এশিয়া কাপে অংশ নিচ্ছে টাইগার যুবারা। টুর্নামেন্টে ভালো কিছু করতে শুরুটা বরাবরই গুরুত্বপূর্ণ। তাই নেপালের বিপক্ষে ম্যাচে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে বাংলাদেশ।

রকিবুল বলেন, 'আগামীকাল আমাদের এশিয়া কাপের প্রথম ম্যাচ। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিতে শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ভালো ক্রিকেটটা খেলতে চাই। দল খুব ভালো অবস্থায় আছে। সবাই সুস্থ আছে। আজকে আমাদের প্রথম অনুশীলন করেছি। কালকে সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমাদের পরিকল্পনাগুলো বাস্তাবায়ন করতে হবে।'

বাংলাদেশ যুব দলের অধিনায়ক আরও বলেন, 'একদিন কোয়ারেন্টিনে থেকে আমরা এখানে অনুশীলন করেছি। ভালো অনুশীলন হয়েছে। আমরা পুরো প্রস্তুত কালকের ম্যাচের জন্য।' 

২৫ ডিসেম্বর কুয়েতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর দুই দিন পর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম‍্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ এখনও পর্যন্ত যুব এশিয়া কাপের ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি। ২০১৯ সালের সবশেষ আসরে রানার্স-আপ হয়েছিল তারা। ফাইনালে ভারতের বিপক্ষে ৫ রানে হেরে শিরোপা হাতছাড়া করেছিল টাইগার যুবারা।