Connect with us

ওয়েস্ট ইন্ডিজ- ইংল্যান্ড সিরিজ

তারুণ্যে ভরা দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজ যাবে ইংল্যান্ড


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে ইংল্যান্ড। এই সফরে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। এই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের তারুণ্যনির্ভর দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।

এই স্কোয়াডে ১১ জন ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। বাকি পাঁচজনের মধ্যে দুজন ক্রিকেটার এবারই প্রথম জাতীয় দলে সুযোগ পেয়েছেন। তারা হলেন বোলিং অলরাউন্ডার জর্জ গারটন ও বাঁহাতি পেসার ডেভিড পেইন।

এই সিরিজে থাকছেন না ইংল্যান্ডের নিয়মিত কোচ ক্রিস সিলভারউড। একটানা কোচিংয়ে ক্লান্তি এড়ানোর জন্যই ছুটি নিয়েছেন তিনি। তার বদলে ইংল্যান্ডকে কোচিং করাবেন পল কলিংউড। ভারপ্রাপ্ত কোচ কলিংউডকে সহকারি হিসেবে থাকবেন মার্কাস ট্রেসকোথিক।

সিরিজকে সামনে রেখে কলিংউড বলেন, 'একটি শক্তিশালী স্কোয়াড নিয়ে খেলতে যাচ্ছি যেখানে আমাদের ব্যাটিং অনেক শক্তিশালী, দলও বেশ সামঞ্জস্যপূর্ণ। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা প্রস্তুতি শুরু করেছি।'

'বিশ্বকাপের আর এক বছরও বাকি নেই। যারা অ্যাশেজের স্কোয়াডে নেই, তাদের অনুপস্থিতি বাকি ক্রিকেটারদের জন্য একটি সুযোগ বলে মনে করছি।'

২২ জানুয়ারি শুরু হবে এই সিরিজটি। সিরিজের বাকি চারটি টি-টোয়েন্টি ম্যাচ ২৩, ২৬, ২৯ ও ৩০ জানুয়ারিতে হবে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বার্বাডোজের কেনসিংটন ওভালে।

ইংল্যান্ড স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, টম ব্যান্টন, স্যাম বিলিংস, লিয়াম ডওসন, জর্জ গারটন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, তাইমাল মিলস, ডেভিড পেইন, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি ও জেমস ভিনস।

সর্বশেষ

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার মালান

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

একশ রানের উইকেট হবে, মানতে নারাজ সালাহউদ্দিন

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

অ্যাশেজের চেয়ে বেশি উত্তাপ ভারত-পাকিস্তানের দ্বৈরথে: ভন

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

পিএসএলে থাকছে প্রযুক্তির ছড়াছড়ি

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

তামিমের সঙ্গে কথা বলবেন সুজন

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

সাকিব কখনই বলেনি সে খেলতে চায় না: সুজন

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

দ্রাবিড়কে প্রমাণ করতে হবে সে 'ওভাররেটেড' নয়: শোয়েব

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার রিজওয়ান

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

‘ইউনিভার্স বস চলে এসেছে, এখন যা করার সে-ই করবে’

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

হ্যাটট্রিক জয়ে চূড়ান্ত লড়াইয়ের সামনে বাংলাদেশ

আর্কাইভ

বিজ্ঞাপন