বাংলাদেশ-নিউজিল্যান্ড

নিজেকে প্রমাণে নিউজিল্যান্ডে স্পিন সহায়ক উইকেট চান এজাজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:11 বৃহস্পতিবার, 23 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এক মাসের ব্যবধানে মুদ্রার এপিঠ-ওপিঠ দুটোই দেখে ফেলেছেন এজাজ প্যাটেল। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নিয়েছিলেন ১০ উইকেট। কিন্তু এরপরের সিরিজেই বাদ। বাঁহাতি এই স্পিনারকে রাখা হয়নি বাংলাদেশের বিপক্ষে ঘোষিত নিউজিল্যান্ডের ১৩ সদস্যের স্কোয়াডে।

উইকেট ও কন্ডিশন বিবেচনায় বাংলাদেশ সিরিজে স্বাগতিকদের স্কোয়াডে নেই কোন নিয়মিত স্পিনার। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন রচীন রবীন্দ্র। দল ঘোষণার সময় কোচ গ্যারি স্টেড জানিয়েছিলেন, 'আমরা সব সময় যেখানে যাকে প্রয়োজন এমন নির্বাচন নীতি প্রয়োগ করি'।

এই নীতির কারণেই ভারতের মাটিতে দুই টেস্টে ১৭ উইকেট নিয়েও জায়গা হয়নি এজাজের। তবে ঘরের মাঠে সুযোগ না পাওয়ার পেছনে নিউজিল্যান্ডে তার পারফরম্যান্সও দায়ী। কারণ তিন টেস্টে ৪৯ ওভার বোলিং করে কোনো উইকেট নিতে পারেননি এজাজ।

৩৩ বছর বয়সী এই ক্রিকেটার তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিয়েছেন ৪৩ উইকেট। যার সবকটিই দেশের বাইরে। এমন অবস্থায় ঘরের মাঠে ভালো করতে ঘরোয়া ক্রিকেটেও স্পিন সহায়ক উইকেট চান এজাজ। তিনি মনে করেন, ঘরোয়া ক্রিকেটে এই পরীক্ষা-নিরীক্ষার যথেষ্ট সুযোগ রয়েছে।

এজাজ বলেন, 'আমার মতে ঘরোয়া ক্রিকেটে গ্রাউন্ডসম্যানরা চাইলে এই জিনিষটি পরখ করে দেখতে পারে। এটা আমাদের জন্যও ভালো, খেলোয়াড় হিসেবে আপনাকে গড়ে উঠতে সাহায্য করবে। এক হচ্ছে বোলিংয়ের দিক দিয়ে, অন্যটা হচ্ছে এমন উইকেটে কেমন বল করতে হবে তা আমরা ধারণা পাব।' 

'এমনকি ব্যাটসম্যানদের দিক দিয়ে চিন্তা করলে এটা তাদের জন্যও ভালো। তারাও বুঝতে পারবে স্পিনের বিপক্ষে নিজেদের কিভাবে তৈরি করতে হবে। আমি সত্যি হতাশ কারণ সবাই নিজের মনে ভাব প্রকাশ করতে চায়। আমি দেখাতে চাই ঘরের মাঠে টেস্ট খেলতে কতটুকু মরিয়া হয়ে আছি।'