Connect with us

আইপিএল

আইপিএলের মেগা নিলামের ভেন্যু বেঙ্গালুরু!


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

আগেই জানা গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের নিলাম অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ৭ ও ৮ ফেব্রুয়ারি মেগা নিলাম আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

সেই সঙ্গে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে বেঙ্গালুরুকে। এই বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের শীর্ষ এক কর্মকর্তা। এবারই শেষ আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে।

বিসিসিআইয়ের এই কর্মকর্তার ভাষ্য মতে, 'কোভিডের অবস্থা খারাপ না হলে আইপিএলের মেগা নিলাম ভারতেই অনুষ্ঠিত হবে। দুইদিনের নিলাম আগের আসরগুলোর মতো অনুষ্ঠিত হবে ৭ ও ৮ ফেব্রুয়ারি। আমরা পরিকল্পনা করছি এটা বেঙ্গালুরুতে করতে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।'

আইপিএলের আগামী আসর হবে ১০ দলের। এর মধ্যে সঞ্জিব গোয়েঙ্কা কিনেছেন লক্ষ্ণৌয়ের ফ্র্যাঞ্চাইজি। এ ছাড়া ভার্চুয়াল ক্যাপিটাল ফার্ম সিভিসি কিনেছে আহমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি। আশা করা যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে সিভিসি বিসিসিআইয়ের কাছ থেকে লেটার অব ইনটেন্ট পেয়ে যাবে।

সবকিছু ঠিক থাকলে ২৫ ডিসেম্বরের মধ্যে ড্রাফট থেকে নেয়া তিন ক্রিকেটারের নাম ঘোষণা করবে আইপিএলের নতুন দুই দল। আইপিএলের পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের অনেকে মনে করেন মেগা নিলামের কারণে তাদের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রতি তিন বছর পর পর মেগা নিলাম হলে তাদের ক্ষতি হচ্ছে।

এই বিষয়ে খোলাসা কথা বলেছেন দিল্লি ক্যাপিটালসের অন্যতম অংশীদার পার্থ জিন্ডাল। তিনি বলেন, 'এটা খুবই কষ্টের যে শ্রেয়াস আইয়ার, শিখর ধাওয়ান, কাগিসো রাবাদা ও অশ্বিনের মতো ক্রিকেটারদের হারানো। নিলাম প্রক্রিয়া এমনই। আমাদের এখন সামনে তাকাতে হবে। এটা এমন নয় যে আপনি একটি দল তৈরি করবেন, নতুন ক্রিকেটারদের সুযোগ দেবেন এবং তাদের সুযোগ দেবেন ফ্র্যাঞ্চাইজিতে। এরপর তারা দেশের হয়ে খেলবে এবং তিন বছর পর আপনি তাদেরকে আর পাবেন না।'

সর্বশেষ

১৮ মে, বুধবার, ২০২২

সেঞ্চুরি করলে ব্র্যাডম্যান, খারাপ খেললে মনে হয় গর্তে ঢুকে যাই: মুশফিক

১৮ মে, বুধবার, ২০২২

ক্যারিয়ার নিয়ে শঙ্কায় ছিলেন অ্যান্ডারসন

১৮ মে, বুধবার, ২০২২

৫ হাজার না ১০ হাজার রান করবি, জয়কে মুশফিক

১৮ মে, বুধবার, ২০২২

মুশফিকের প্রশংসায় পঞ্চমুখ কার্তিক

১৮ মে, বুধবার, ২০২২

এখনই টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন না মুশফিক

১৮ মে, বুধবার, ২০২২

ইংল্যান্ডের সাদা বলের কোচ হলেন ম্যাথু মট

১৮ মে, বুধবার, ২০২২

দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড সিরিজে ভারতের কোচ হচ্ছেন লক্ষ্মণ

১৮ মে, বুধবার, ২০২২

কথা রাখলেন স্টোকস, ফিরলেন ব্রড-অ্যান্ডারসন

১৮ মে, বুধবার, ২০২২

আইপিএল ছাড়লেন উইলিয়ামসন

১৮ মে, বুধবার, ২০২২

পাঁচ হাজারের এলিট ক্লাবে মুশফিক

আর্কাইভ

বিজ্ঞাপন