দক্ষিণ আফ্রিকা- ভারত সিরিজ

করোনা পজিটিভ হলেও চলবে ম্যাচ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:49 বুধবার, 22 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজে কেউ করোনা পজিটিভ হলেও আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রেখে ম্যাচ পরিচালনা করবে আয়োজকরা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) মেডিক্যাল অফিসার শোয়াইব মাঞ্জরা জানিয়েছেন এমনটাই।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকায় হানা দিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এ কারণে এমজানসি সুপার লিগসহ আরও অনেক ঘরোয়া লিগ স্থগিত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। এরপরেও রুদ্ধদ্বার পরিস্থিতিতে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা ও ভারতের তিনটি টেস্ট ম্যাচ।

ওমিক্রনের আতঙ্ক কাটিয়ে টেস্ট ম্যাচগুলো সঠিকভাবে যেন মাঠে গড়ায় এ জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সিএসএ। ইতোমধ্যেই সেগুলো পছন্দ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। জৈব সুরক্ষা বলয়ে কোনো ক্রিকেটার যদি করোনা আক্রান্তও হয় তাহলেও যেন ম্যাচ মাঠে গড়ায় সেই ব্যাপারে সচেষ্ট সিএসএ।

মাঞ্জরা বলেন, 'আমরা এটা নিয়ে আলোচনা করেছি। ভারতের জন্য আমরা একটি প্রটোকল তৈরি করেছি। জৈব বলয়ে যারা থাকে সবাই যেন ভ্যাকসিন দিয়ে দেয়। এরপর যারা পজিটিভ ধরা পড়ে তারা হোটেল রুমে আইসোলেশনে যাবে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ভারতকে যে জৈব বলয় সুরক্ষিত পরিবেশ দিচ্ছে তাতে বিসিসিআই দারুণ খুশি।'

'একজন ক্রিকেটার এবং তার পরিবারের জন্য যেটা ভালো হয় আমরা সেটাই করব। আমরা দেখেছি, কেউ যদি আক্রান্ত ব্যক্তির সঙ্গে থাকে এবং পিসিআর টেস্টে নেগেটিভ হয় তবুও তাকে আইসোলেশনে থাকতে হয়। এ সকল ক্ষেত্রে ম্যাচ পরিচালনা করা কঠিন হয়ে যায়।'

কয়েকদিন আগেই (অ্যাশেজ সিরিজে অ্যাডিলেড টেস্টের আগের রাত) করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। এরপর পিসিআর টেস্টে নেগেটিভ হয়েও সেই টেস্টে খেলতে পারেননি কামিন্স। নিজেদের মাঠে এমন পরিস্থিতি এড়ানোর জন্যই নতুন নতুন উদ্যোগ নিয়েছে সিএসএ।